খবরের শিরোনামঃ কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণ কাজের উদ্বোধন

খবরের তারিখঃ ২০১৫-১০-১৬

-কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি থেকে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দীর্ঘ ১৪ বছর নানা জটিলতায় ঝুলে থাকার পর ফাইবার অ্যাট হোমের কনসোর্টিয়াম বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড এ পার্ক উন্নয়নের কাজ হাতে নিয়েছে। কনসোর্টিয়াম ফাইবার অ্যাট হোমের সঙ্গে রয়েছে টেকনোলজি পার্ক মালয়েশিয়া ও আইরিশ কর্পোরেশনের জয়েন ভেঞ্চার এমএসসি টেকনোলজি সেন্টার এবং আলফা ইনফরমেটিকস লিমিটেড। টেকনোসিটি পার্কের ৩ নাম্বার বাণিজ্যিক বস্নকের ৪০ একর জায়গার উন্নয়ন কাজ করবে। চুক্তি অনুযায়ী তারা এই বস্নকে ২০০ কোটি টাকা (প্রায় ২ কোটি ৫৮ লাখ ডলার) বিনিয়োগ করছে। চলতি বছরের ১১ আগস্ট কালিয়াকৈর হাইটেক পার্কের ৩ নাম্বার বস্নকের উন্নয়নে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে টেকনোসিটি লিমিটেড চুক্তিবদ্ধ হয়। বাংলাদেশ হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম এবং বাংলাদেশ টেকনোসিটি লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে ২৮ জুন হাইটেক পার্ক অথরিটির সঙ্গে সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্চেন্টিয়াল কর্পোরেশন (এসআইএমসিএল) এবং ভারতীয় কোম্পানি ইনফিনিটির যৌথ কনসোর্টিয়াম সামিট টেকনোপলিসের সঙ্গে হাইটেক পার্ক চুক্তি করে। টেকনোপলিস হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬৩৮ কোটি টাকা বিনিয়োগ করবে। তারা পার্কের ২ এবং ৫ নাম্বার বস্নকের অবকাঠামো উন্নয়ন করবে। এই কনসোর্টিয়ামও অবকাঠামো উন্নয়নের পর ৪০ বছর এর ব্যবস্থাপনায় থাকবে। সামিট টেকনোপলিস ২০১৬ সালের জানুয়ারি নাগাদ তাদের কাজ শুরু করতে পারে। পার্কের অবকাঠামো উন্নয়নের পর টেকনোসিটি ৪০ বছর এর ব্যবস্থাপনায় থাকবে। যদিও তা কাজের সক্ষমতার ভিত্তিতে ১০ বছর করে ২০ বছর পর্যন্ত বাড়ানো হবে। বস্নক থেকে সরকারের মুনাফা শেয়ারের অংশ হচ্ছে বিল্ডিং স্পেস ভাড়া থেকে ১২ শতাংশ, ভূমি লিজ থেকে ২১ শতাংশ, ইউটিলিটি চার্জ ৫ শতাংশ এবং অন্যান্য আয় ৬ শতাংশ। সাপোর্ট টু ডেভেলপমেন্ট অফ কালিয়াকৈর হাইটেক পার্ক প্রকল্পের পরিচালক এএনএম সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার হাইটেক পার্কে বস্নক উন্নয়নের কাজ শুরু হচ্ছে।

Source