খবরের শিরোনামঃ বন্ধ সিমের মালিকানা থাকবে ১৫ মাস

খবরের তারিখঃ ২০১৫-১০-১৫

-
ঢাকা, ১৫ অক্টোবর (জাস্ট নিউজ) : একটানা ১৫ মাস মোবাইল সিম ব্যবহার না করে বন্ধ রাখলে মালিকানা হারাবে সংশ্লিষ্ট সিমের গ্রাহকেরা।এত দিন একটি সিম টানা ২ বছর বা ২৪ মাস ব্যবহার না করলে সেটির মালিকানা হারাতেন গ্রাহক। উন্নত দেশগুলোতে একটি সিম ৩ মাস টানা ব্যবহার না করলেই সেটির মালিকানা বাতিল হয়। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন বৈঠকে অব্যবহৃত সিমের মালিকানার মেয়াদ কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে ১১ সংখ্যা বিশিষ্ট যে সব মোবাইল সিম গ্রাহকেরা ব্যবহার করেন তাতে একটি অপারেটর সর্বোচ্চ ১০ কোটি নম্বর বরাদ্দ দিতে পারে। অনেক ব্যবহারকারীই একটি সংযোগ কেনার পর অনেক দিন ফেলে রাখেন, আবার অনেকে সিম কিনে কিছুদিন ব্যবহারের পর বিদেশে চলে যান। এতে অব্যবহৃত ওই সংযোগটির মালিকানা অন্য কাউকে দিতে পারে না সংশ্লিষ্ট মোবাইল অপারেটর। বর্তমান নির্দেশনা অনুযায়ী একটি মোবাইল সিম একনাগাড়ে ২ বছর বন্ধ থাকলেও মোবাইল কোম্পানিগুলো সেটা বিক্রি করতে পারে না। ২ বছর পর্যন্ত ওই নম্বর সংরক্ষণ করার পর বিটিআরসি বা অন্য কোনো সংস্থার আপত্তি না থাকলে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানি ওই নম্বর বিক্রি করতে পারবে। পুনরায় বিক্রি করা সিম চলতি বাজারদরে বিক্রি করার নির্দেশনাও বলা আছে নির্দেশনায়। বিটিআরসির সর্বশেষ হিসাবে দেশে চালু থাকা সক্রিয় সিমের সংখ্যা ১৩ কোটি ৮ লক্ষ।

Source