খবরের শিরোনামঃ বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ

খবরের তারিখঃ ২০১৫-১০-১৬

-এরিকসন মোবিলিটি রিপোর্ট ২০১৫ -বিশেষ প্রতিনিধি
দ্রুত মোবাইল গ্রাহক বৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দশ দেশের তালিকায় উঠে এসেছে। গ্রাহক বৃদ্ধির হারে বিশ্বের সব দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দশম। সম্প্রতি বিশ্বখ্যাত টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান এরিকসনের 'মোবিলিটি রিপোর্টে' এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালের প্রথম তিন মাসেই বাংলাদেশে ২০ লাখ নতুন মোবাইল ফোন গ্রাহক যুক্ত হয়েছে এবং গ্রাহক বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী। ফলে বছর শেষে গ্রাহক বৃদ্ধির গড় হার আরও বড় সংখ্যায় বাড়তে পারে। ছয়-সাত বছর আগেও বাংলাদেশের অবস্থান ৪০-এর নিচে ছিল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চিত্রে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক বেড়েছে এক কোটি ৪৯ লাখ ৩ হাজার। এ হিসাবে প্রতি মাসে গড় মোবাইল ফোন গ্রাহক বৃদ্ধির হার প্রায় ১৩ লাখ। -- 'মোবিলিটি রিপোর্টে'র ব্যাপারে এরিকসন, বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মেহনাজ কবীর সমকালকে বলেন, এরিকসনের সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের তরুণদের মধ্যে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক সাইটগুলোর ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষত মোবাইল ইন্টারনেট এবং স্মার্টফোন গ্রাহক বৃদ্ধির হার সবচেয়ে বেশি। মূলত, তরুণদের অধিকারে স্মার্টফোনের মাধ্যমে সামাজিক মাধ্যমে যুক্ত থাকার বিষয়টিও বাংলাদেশে সার্বিকভাবে মোবাইল ফোন গ্রাহক বৃদ্ধির বিষয়ে প্রভাব রাখছে। এরিকসনের মোবিলিটি রিপোর্টে আরও বলা হয়, দক্ষিণ এশিয়া ও এশীয় প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে দ্রুত বাড়ছে। বর্তমানে এ অঞ্চলের মোট গ্রাহকের ২৫ শতাংশ স্মার্টফোন ব্যবহার করছে। ২০২০ সালের মধ্যে এ অঞ্চলে স্মার্টফোন ব্যবহারকারীর মোট সংখ্যা ৮০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। রিপোর্টে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে স্মার্টফোন ব্যবহারকারীরা বর্তমানে সবচেয়ে বেশি সময় কাটাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে। দৈনন্দিন নানা কাজে বৈচিত্র্য নিয়ে আসে এমন ধরনের অ্যাপের প্রতি গ্রাহকদের আগ্রহ এখন সবচেয়ে বেশি। ফলে ব্যক্তিগত ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের চেয়েও অনেক বেশি ব্যবহার হচ্ছে স্মার্টফোন। ফলে স্মার্টফোনই হয়ে উঠছে মানুষের প্রতিদিনের জীবন যাপনের প্রধান অনুষঙ্গ। এরিকসন কনজিউমার ল্যাবের অন্য একটি রিপোর্টে যুক্তরাষ্ট্রে অভিভাবকদের কাছ থেকে মজার তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৭২ শতাংশ বাবা-মা স্মার্টফোনকে 'শাস্তি' হিসেবে উল্লেখ করেছেন। কারণ তাদের সন্তানরা দিনের বেশিরভাগ সময়ই অন্যসব বাদ দিয়ে স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকছে। অবশ্য ৪৬ শতাংশ অভিভাবক জানান, তারা তাদের সন্তানদের নির্দিষ্ট কিছু সময়ের বাইরে স্মার্টফোন ব্যবহারের অনুমতি দেন না। মেহনাজ কবীর বলেন, নিকট ভবিষ্যতে বাংলাদেশেও স্মার্টফোন ব্যবহারের চিত্র যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার মতোই হতে পারে।

Source