-বণিক বার্তা অনলাইন
গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড সেবা সরবরাহে চীনের স্টেট কাউন্সিল সম্প্রতি ২ হাজার ২০৫ কোটি ডলারের (১৪ হাজার কোটি ইউয়ান) প্রকল্পের অনুমোদন দিয়েছে। শহর ও গ্রামাঞ্চলে ডিজিটাল সেবা প্রাপ্তির পার্থক্য কমিয়ে আনতেই এ প্রকল্প নিয়ে কাজ করছে চীন। দেশটিতে ২০২০ সালের মধ্যে নতুন করে ৫০ হাজার গ্রামে ব্রডব্যান্ড সেবা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি সংবাদসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে প্রকল্প অনুমোদনের বিষয়টি জানা যায়। খবর টেলিকম এশিয়া।
২০২০ সালের মধ্যে দেশটির গ্রামাঞ্চলের ৩ কোটি ঘরে ইন্টারনেট সংযোগ দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে চীন। এ সময়ের মধ্যে দেশটির গ্রামাঞ্চলে বসবাসকারী ৯৮ শতাংশ মানুষকে ইন্টারনেট সংযোগ দেয়া সম্ভব হবে বলে পূর্বাভাস দেয় স্টেট কাউন্সিল। টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নের মাধ্যমে বিনিয়োগ বাড়ানো সম্ভব। আর এতে গ্রামাঞ্চলে দ্রুত উন্নয়নের ছোঁয়া লাগবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইন্টারনেট সেবার প্রসারে গ্রামাঞ্চলে ই-কমার্সের প্রসারও গতি পাবে। এতে কৃষকরা সরাসরি লাভবান হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে গ্রামাঞ্চলে ই-কমার্স ব্যবস্থাকে জনপ্রিয় ও যুগোপযোগী করতে সরকার বেশ কিছু দরিদ্র অঞ্চলের জন্য পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা করছে। আর এতে ব্রডব্যান্ড সেবার প্রসার প্রভাবক হিসেবেই কাজ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল সেবা প্রাপ্তিতে বিদ্যমান পার্থক্য কমিয়ে আনাই ব্রডব্যান্ড সেবা প্রসার প্রকল্পের মূল লক্ষ্য। ফিক্সড ব্রডব্যান্ড ও ফোরজির অবকাঠামো বাড়াতে আগামী তিন বছরে ১ লাখ ১০ হাজার কোটি ইউয়ানের ( ১৭ হাজার ৩৩০ কোটি ডলার) বেশি বিনিয়োগের কথা দেশটির সরকার গত মে মাসে জানায়। এদিকে দেশটির সরকার প্রাইভেট খাতের জন্যও ফিক্সড ব্রডব্যান্ড বাজার উন্মুক্ত করার পরিকল্পনা করছে। এতে শিগগিরই চীনের গ্রাহকরা তুলনামূলক কম মূল্যে অধিক উন্নত ইন্টারনেট সেবা ব্যবহারের সুযোগ পাবেন।
Source