-স্টাফ রিপোর্টার
‘কলড্রপ’ নিয়ে ফেসবুক থেকে পাওয়া অভিযোগ নিয়ে মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৈঠকের শুরুতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়া হবে মোবাইল কোম্পানির প্রধান নির্বাহীদের উদ্দেশে। যাতে থাকবে কলড্রপ সম্পর্কিত মোবাইল ব্যবহারকারীদের বিভিন্ন অভিযোগ। এরপরই এসব অভিযোগের বিপরীতে জবাব চাওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল মুঠোফোনে মানবজমিনকে বলেন, সাধারণ মানুষের কথার জবাব পেতে আজ বিকাল সাড়ে চারটায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আমি মনে করি প্রতিটি মানুষের দিনে কয়বার, কত সেকেন্ড বা মিনিট কলড্রপ হয় এবং এর বিপরীতে তিনি কি পাচ্ছেন তা জানার অধিকার রয়েছে। সাধরণ মানুষের কথা নিয়েই বৈঠকের আয়োজন করা হয়েছে। আশা করছি, মোবাইল ব্যবহারকারী সাধারণ মানুষেরা এ বৈঠকের পর তাদের অভিযোগের জবাব পাবেন। উল্লেখ্য, বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ মোট ৬টি অপারেটর রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত আগস্ট শেষ নাগাদ ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে মানুষের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া ৫ কোটি গ্রাহক।
Source