খবরের শিরোনামঃ ভবিষ্যতে গুগল, ফেসবুক বাংলাদেশ থেকে তৈরি হবে : সজীব ওয়াজেদ জয়

খবরের তারিখঃ ২০১৫-১০-১৮

-নিজস্ব প্রতিবেদক
ভবিষ্যতে গুগল, ফেসবুক বাংলাদেশ থেকে তৈরি হবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ আশাব্যাঞ্জকভাবে এগিয়ে যাচ্ছে। তবে কোনোকিছুই একবার চেষ্টা করলে হয় না। নিজেকে উঠে দাঁড়িয়ে আবারও চেষ্টা করতে হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা। এখানে শুধু নিজের মেধা ও পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। আমি আশা করি, ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক বাংলাদেশ থেকেই তৈরি হবে। আজ রোববার রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে জনতা টাওয়ারে অবস্থিত সফটওয়্যার পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সংসদ সদস্য শরিফ আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, রেলওয়ের সচিবসহ আইসিটি বিভাগের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। ডিজিটাল প্রযুক্তি দিয়ে কীভাবে দেশের মানুষদের সেবা দিতে পারি আমরা সে বিষয়ে কাজ করে যাচ্ছি। শিক্ষা-স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে আমরা আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছি। শেখ রাসেলের জন্মদিনের কথা স্মরণ করে তিনি বলেন, আজ আমার ছোট মামা শেখ রাসেলের জন্মদিন। এই দিনকে আমি দুঃখের দিন মনে করি না। রাসেল মামা খুব সৌখিন ছিলেন। আমি তার খেলনা নিয়ে খেলতাম। তখন আমি বেশ ছোট ছিলাম। বেশিকিছু মনে নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ’৭৫-এর খুনীদের বিচার করেছে। অপরাধীদের কায়েকজন বিদেশে পলাতক আছে। তাদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। অপরাধীদের সবাইকে আমরা বিচারের মুখোমুখি করব।

Source