খবরের শিরোনামঃ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ওড়াবে ফ্রান্সের থ্যালাস স্পেস

খবরের তারিখঃ ২০১৫-১০-১৯

-আইটি ডেস্ক
নিজেদের প্রথম স্যাটেলাইটের পথে অনেকটা এগিয়ে গেলেও বিভিন্ন জটিলতার মুখে কাজের নির্ধারিত সূচি ঠিক থাকছে না। এমন পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণের কাজ পেতে যাচ্ছে ফ্রান্সের কোম্পানি থ্যালাস স্পেস। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয়েও কাজটি পেতে যাচ্ছে কোম্পানিটি। কারিগরি দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকায় আর্থিক দরে দ্বিতীয় অবস্থানে থাকলেও এ কোম্পানিকে কাজ দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। থ্যালাস স্পেস সব মিলে ২৪ কোটি ৮০ লাখ ডলার প্রস্তাব করেছে। প্রথম স্থানে থাকা এমডেএ প্রস্তাব করেছে ২২ কোটি ২০ লাখ ডলার। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বিটিআরসির কর্মকর্তারা জানান, কানাডার কোম্পানি এমডিএকে সর্বনিু দরদাতা হলেও তাদের আর্থিক প্রস্তাবে কিছু ফাঁকফোকর রয়েছে। কোম্পানিটি এ দরের বাইরে আরও কয়েকটি উপাদান আলাদাভাবে যোগ করার প্রস্তাব করেছে। এজন্য আলাদা অর্থ দিতে হবে। এতে করে তাদের প্রস্তাব গিয়ে দাঁড়াবে ৩০ কোটির ওপরে। স্যাটেলাইট নির্মাণের এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা। আর বাকি টাকার জোগান দেবে দরপত্রে বিজয়ী কোম্পানি। চাইলে কোম্পানিটি সরাসরি বিনিয়োগ না করে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সহায়তাও নিতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারিগরি কমিটি তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে। বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের অনুমোদনের পর এটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে। মন্ত্রণালয়ের সুপারিশের পর তা সরকারের ক্রয় সংক্রান্ত কমিটিতে উপস্থাপন করা হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে চূড়ান্ত কার্যাদেশ দেয়া হবে। দরপ্রস্তাব অনুমোদন করে ঠিকাদার নির্বাচনের এ প্রক্রিয়া শেষ করতে আরও খানিকটা সময় লাগবে। এরই মধ্যে স্যাটেলাইট প্রকল্প নির্ধারিত সময়সূচির তুলনায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। কেননা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কার্যাদেশ দেয়ার কথা থাকলেও তা এখন পর্যন্ত হয়নি। কর্মকর্তারা জানান, এসব কারণে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে ওড়ানোর যে লক্ষ্য সেটা খানিকটা হলেও পিছিয়ে যেতে পারে। বিডার কোম্পানিগুলো জানিয়েছে, স্যাটেলাইট তৈরি, ওড়ানো এবং এ সংশ্লিষ্ট কাজ করতে অন্তত ২৬ মাস সময় দরকার। এদিকে দরের দিক দিয়ে পিছিয়ে পড়া দুই কোম্পানি চায়না গেটওয়াল এবং যুক্তরাষ্ট্রের অরবিট এটিএ এরই মধ্যে দরপত্রের মূল্যায়ন কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন তুলছে। বিটিআরসির অনুমোদনের পর এ দুই কোম্পানির প্রতিনিধিরা এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকতে পারেন বলে জানা গেছে।

Source