-যুগান্তর রিপোর্ট
নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের অধিকার বঞ্চিত করছে গ্রামীণফোন। যখন তখন চাকরিচ্যুতি, বেতন বন্ধ করে দেয়া এবং কারও কারও ইনক্রিমেন্ট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এসব অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না। কারণ উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে।
রোববার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর কুড়িলের স্থানীয় একটি হোটেলে এক আলোচনা সভায় আওয়ামী শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের নেতারা এসব অভিযোগ করেন। সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা কামরুল ইসলাম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, সাখাওয়াত হোসেন, আবজাল হোসেন, নজরুল ইসলাম ও আবদুল হামিদ প্রমুখ। শ্রমিক নেতারা বলেন, কয়েকজন ব্যক্তির কাছে জিম্মি গ্রামীণফোন। শুরু থেকেই তারা শ্রমিকদের ওপর নির্যাতন করে আসছে। মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা বলেন, কথায় কথায় শ্রমিকদের চাকরি হারাতে হয়। এরপর ন্যায্য পাওনা বুঝে দেয়া হয় না। শুরু থেকেই প্রাতিষ্ঠানিকভাবে শ্রমিক ইউনিয়ন করা বন্ধ করে রাখে গ্রামীণফোন বলে অভিযোগ করেন তারা। শ্রমিক নেতারা জানান, শ্রমিক ইউনিয়নের বিষয়ে আদালতে গেলে আদালত থেকে ইউনিয়ন করার অধিকার দেয়া হয়। কিন্তু গ্রামীণফোন কর্তৃপক্ষ উচ্চ আদালত থেকে নিু আদালতের রায়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে এসে কার্যক্রম বন্ধ করে রেখেছে।
Source