খবরের শিরোনামঃ ডিজিটাল হরতালের হুমকি কোয়াবের

খবরের তারিখঃ ২০১৫-১০-১৯

-
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইন্সেস প্রদান না করলে ও আবেদন করা প্রতিষ্ঠানকে হয়রানি করলে সারাদেশে ডিজিটাল হরতালের (সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে) হুমকি দিয়েছে সাইবার ক্যাফে ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এছাড়া ২৭ অক্টোবরের মধ্যে ৬ দফা দাবি না মানলে ২৮ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ঘেরাও করারও হুমকি দেয় সংগঠনটি। সোমবার জাতীয় প্রেসক্লাবে কোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এস এম জুলফিকার হায়দার এ কর্মসূচি ঘোষণা করেন।

Source