-বণিক বার্তা ডেস্ক
আফ্রিকায় ১৭০ কোটি ডলারে ৮ হাজার ৩০০ টাওয়ার বিক্রি করেছে ভারতভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। গতকাল প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য জানায়। মূলত ঋণ পরিশোধেই টাওয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে বলে বিবৃতিতে জানানো হয়। খবর ইকোনমিক টাইমস। বিবৃতিতে এয়ারটেল জানায়, ‘সাতটি দেশের ৮ হাজার ৩০০ টাওয়ার আমরা বিক্রি করে দিয়েছি। এ-সংক্রান্ত লেনদেনও সম্পন্ন হয়েছে। বিক্রি হওয়া টাওয়ারের সংখ্যা আমাদের এখানকার মোট টাওয়ারের প্রায় ৬০ শতাংশ।’ ভারতী এয়ারটেল অনেক আগ থেকেই আফ্রিকার টাওয়ার ব্যবসা থেকে সরে আসার চেষ্টা করছে। অঞ্চলটিতে তাদের রয়েছে প্রায় ১৪ হাজার টাওয়ার। এর মধ্যে বাকিগুলো কবে নাগাদ বিক্রি করা হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি।
প্রাপ্ত অর্থের বিষয়ে বিবৃতিতে এয়ারটেল জানায়, ‘টাওয়ার বিক্রি থেকে ১৭০ কোটি মার্কিন ডলার সংগ্রহ হয়েছে। এ অর্থ ঋণ পরিশোধে ব্যয় করা হবে।’ এয়ারটেলের বর্তমান ঋণের পরিমাণ ৬৮ হাজার ১৩৪ কোটি ৫০ লাখ রুপি। সম্প্রতি আফ্রিকার বেশকিছু দেশে প্রতিষ্ঠানটির টাওয়ার বিক্রির কার্যক্রম বন্ধ রয়েছে বলে বেশকিছু প্রতিবেদনে জানা যায়। চারটি দেশে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে। অন্য দুটি দেশে প্রক্রিয়া চলমান। আফ্রিকায় এয়ারটেলের নিজস্ব টাওয়ারের পাশাপাশি লিজ নেয়া টাওয়ারও রয়েছে। নিজেদের টাওয়ার বিক্রির পাশাপাশি লিজ নেয়াগুলোও ফিরিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এ প্রক্রিয়াকে আফ্রিকায় তাদের অন্যতম প্রাধান্য বলে উল্লেখ করে ভারতী এয়ারটেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে তারা জানায়, নিজেদের টাওয়ারগুলো শিগগিরই বিক্রি করা হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে লিজ নেয়াগুলোও ফিরিয়ে দেয়া হবে।
এয়ারটেল গত জুলাইয়ে আফ্রিকার পাঁচটি দেশে তাদের মোবাইল ফোনের টাওয়ারগুলো হেলিয়াস টাওয়ার, আইএইচএস হোল্ডিং লিমিটেড এবং আমেরিকান টাওয়ার কোম্পানির কাছে ১৩০ কোটি ডলারে বিক্রি করেছে। এছাড়া ওই মাসেই যুক্তরাজ্যভিত্তিক টেলিকম প্রতিষ্ঠান অরেঞ্জের সঙ্গে আফ্রিকার বারকিনা ফাসো, শাদ, কঙ্গো ও সিয়েরালিওনে তাদের ব্যবসা বিক্রির বিষয়ে আলোচনা করেছে। ২০১৪ সালের নভেম্বরে এয়ারটেল জাম্বিয়া ও রুয়ান্ডায় তাদের ১ হাজার ১০০ টাওয়ার আইএইচএস হোল্ডিং লিমিটেডের কাছে ১০ বছর পর নবায়ন চুক্তিতে বিক্রি করে। ২০১৪ সালের নভেম্বরে এয়ারটেল নাইজেরিয়ায় তাদের ৪ হাজার ৮০০ টাওয়ার ১৮০ কোটি ডলারে বিক্রি করে আমেরিকান টাওয়ার কোম্পানির কাছে। তার আগের মাসে আফ্রিকার ছয়টি দেশ থেকে এয়ারটেল ৩ হাজার ৫০০ টাওয়ার বিক্রি করে ইটন টাওয়ারস নামের একটি প্রতিষ্ঠানের কাছে। ওই বছরের জুলাইয়ে আফ্রিকার চার দেশ থেকে ৩ হাজার ১০০ টাওয়ার বিক্রি করে হেলিয়াস টাওয়ারের কাছে। যার মূল্য ছিল ২০০ কোটি ডলার। ভারতী এয়ারটেল নিজ দেশের বাজারে মনোযোগ বাড়াচ্ছে। বড় ঋণ পরিশোধের আগে তারা আপাতত দেশের বাইরে ব্যবসা প্রসারে খুব আগ্রহী হবে না বলেই মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
Source