-শহীদুল্লাহ শাহরিয়ার/নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম ব্যুরো
লোভনীয় অফারে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে গ্রামীণফোন। এসএমএস কিংবা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এসব অফার প্রচার করা হলেও কার্যত অধিকাংশ অফারের সুবিধা পান না গ্রাহকরা। কিন্তু এসব অফারের সুবিধা নিতে গেলে কেটে নেয়া হচ্ছে গ্রাহকের টাকা। এমন অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছিলেন এসএইচএম হাবিবুর রহমান আজাদ নামের এক আইনজীবী। আদালত মামলাটি গ্রহণ না করলেও যথাযথ কর্তৃপক্ষ তথা বিটিআরসিতে এ বিষয়ে অভিযোগ দেয়ার নির্দেশনা প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এ আইনজীবী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) গ্রামীণফোনের প্রতারণা সম্পর্কে অভিযোগ দেন। এতে প্রতারণার সঙ্গে যুক্ত অভিযোগে গ্রামীণফোনের সাবেক সিও টরি জনসনসহ ১৪ জনের নাম রয়েছে। বিটিআরসি অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
Source