খবরের শিরোনামঃ নভেম্বরে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেবে বিটিআরসি

খবরের তারিখঃ ২০১৫-১০-২২

-নিজস্ব প্রতিবেদক:
দেশের টেলিযোগাযোগ খাতে তরঙ্গ ব্যবস্থাপনা সম্পর্কিত (স্পেক্ট্রাম) রোডম্যাপ তৈরিতে গত বছর আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের উদ্যোগ নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ পদে জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে সম্প্রতি সংক্ষিপ্ত তালিকা করেছে মূল্যায়ন কমিটি। তাদের মধ্য থেকে আগামী নভেম্বরে একজনকে আন্তর্জাতিক পরামর্শক হিসেবে নিয়োগ দেবে কমিশন। জানা গেছে, স্পেক্ট্রাম রোডম্যাপ তৈরির জন্য গত বছরের জুনে প্রথম দফায় পরামর্শক (আন্তর্জাতিক) পদে আবেদন আহ্বান করে নিয়ন্ত্রক সংস্থা। তবে সে সময় এ পদের জন্য কোনো আবেদন জমা পড়েনি। একই বছরের আগস্টে দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করা হয়। টেলিযোগাযোগ খাতে তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স প্রদানসংশ্লিষ্ট দিকনির্দেশনা দিতে নতুন এ রোডম্যাপের মেয়াদ হবে তিন বছর। রোডম্যাপের আলোকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডসহ অন্যান্য ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এ কার্যক্রমে বিটিআরসিকে সহায়তা দেবেন পরামর্শক। স্পেস্ট্রাম রোডম্যাপ তৈরির জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দিতে বিটিআরসির তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার এটিএম মনিরুল আলমকে আহ্বায়ক করে সাত সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটি জমা পড়া সাতটি আবেদন যাচাই-বাছাই শেষে পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা করেছে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তালিকার শীর্ষে থাকা আবেদনকারী গ্রিসের নাগরিক এবং তিনি দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পরের জন যুক্তরাজ্যের। বাকি তিনজনের দুজন ভারতের ও একজন বাংলাদেশের। তালিকার শীর্ষে থাকা ব্যক্তিকে নিয়োগের সুপারিশ করেছে মূল্যায়ন কমিটি। একই সঙ্গে তার পারিশ্রমিক ও সুবিধার বিষয়গুলো কমিশন নির্ধারণ করবে বলে মতামত দিয়েছে এ কমিটি। তবে তালিকার প্রথম ও দ্বিতীয়— দুজনের সঙ্গেই বেতন-ভাতা ও কাজের সময় নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ প্রসঙ্গে বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, তরঙ্গ মূল্যবান জাতীয় সম্পদ। এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে রোডম্যাপ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। আর এর অংশ হিসেবেই নিয়োগ দেয়া হবে পরামর্শক। তিনি জানান, এরই মধ্যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একজনকে পরামর্শক পদে নিয়োগ দেবে কমিশন। উল্লেখ্য, ২০০৮ সালে টেলিযোগাযোগ খাতের প্রথম রোডম্যাপ প্রকাশ করে বিটিআরসি। ২০টি কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করে এ রোডম্যাপ তৈরি করা হয়। প্রথম রোডম্যাপটির আলোকে এরই মধ্যে তরঙ্গ বরাদ্দ ও বেশ কয়েকটি নিলাম কার্যক্রম পরিচালনা করেছে নিয়ন্ত্রক সংস্থা। এরই আওতায় ২০১৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিলামের মাধ্যমে থ্রিজি সেবার তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স দেয়া হয়। পাশাপাশি তরঙ্গ ব্যবহার পর্যবেক্ষণ কার্যক্রম আরো শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। এজন্য বিদ্যমান স্টেশনগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন আরো স্থায়ী পর্যবেক্ষণ স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে বরিশাল, কক্সবাজার ও রাজশাহীতে নতুন তিনটি স্টেশন স্থাপনের সুপারিশ করেছে কমিশনের তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগ। এছাড়া দুটি ভ্রাম্যমাণ এবং ঢাকা ও চট্টগ্রামের স্থায়ী স্টেশনের সক্ষমতা বাড়ানোরও সুপারিশ করেছে বিভাগটি। নতুন তিনটি স্টেশন স্থাপনে প্রায় ১২ লাখ ৮৩ হাজার এবং দুটি স্থায়ী ও দুটি ভ্রাম্যমাণ স্টেশনের সক্ষমতা বাড়াতে প্রায় ৯ লাখ ৫৪ হাজার ডলার ব্যয় হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

Source