-যুগান্তর রিপোর্ট
প্রথমবারের মতো বাংলাদেশে ইকো সেন্টার চালু করেছে টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। টেলিকম নেটওয়ার্ক ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমিয়ে দক্ষ ব্যবস্থাপনায় মানসম্পন্ন গ্রাহক সেবা দিতে ইকো সেন্টারটি সহায়তা করবে। গুলশানের প্রধান কার্যালয়ে মঙ্গলবার ইকো সেন্টারটির উদ্বোধন করেন ইডটকো গ্র“পের চিফ মার্কেটিং অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ওয়ান জয়নাল আদেলিন। এ সময় তার সঙ্গে ছিলেন ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড্যারিল সিনাপ্পা। ইকো সেন্টারের উদ্বোধন করার আগে ওয়ান জয়নাল বলেন, ইডটকো গ্র“প মালয়েশিয়ার বাইরে প্রথম ইকো সেন্টারটি বাংলাদেশে স্থাপন করতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
Source