খবরের শিরোনামঃ বাংলাদেশীদের সুযোগ বাড়াচ্ছে আইটিইই

খবরের তারিখঃ ২০১৫-১০-২৪

-
আইটি পেশাজীবীদের দক্ষতা পরিমাপে বাংলাদেশে দুই বছর ধরে চালু রয়েছে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স একজামিনেশন (আইটিইই)। এ পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বাজারে বাংলাদেশীদের চাকরির সুযোগ তৈরি হচ্ছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাংলাদেশের আইটি পেশাদাররা সম্পূর্ণ বিনা খরচে আইটিইই পরীক্ষায় অংশ নিতে পারছেন। গত বছরের পরীক্ষায় বাংলাদেশের দুজন উত্তীর্ণ হয়ে ভিয়েতনামে জাপানি আইটি প্রতিষ্ঠান ফ্রামজিয়াতে কাজ করার সুযোগ পান। এরা হচ্ছেন বুয়েটের শিক্ষার্থী এম দস্তগীর হোসেন ও এম আসিফুল হক। জাইকা-আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদিও হোয়া বলেন, মাত্র দুই বছর হলো বাংলাদেশে আইটিইই চালু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের ৮৩ জন আইটি পেশাদার এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রকল্প সমন্বয়কারী আকিহিরো সুজি বলেন, ‘আমরা চেষ্টা করছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইটি চাকরির বাজার জাপানে আইটিইইতে উত্তীর্ণ বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে।’ উল্লেখ্য, আগামীকাল সারা দেশে পঞ্চম আইটিইই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইটিইই জাপানে আইটি পেশাজীবীদের মান নিয়ন্ত্রক জাতীয় পরীক্ষা পদ্ধতি হিসেবে পরিচিত এবং বছরে পাঁচ থেকে ছয় লক্ষ পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। এশিয়ার ১৩টি দেশে এ পদ্ধতি চালু আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের (বিডি-আইটেক) মাধ্যমে দেশে জাপান সরকারের সহায়তায় তথ্যপ্রযুক্তি পেশাদারদের দক্ষতা পরিমাপক আইটিইই পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। বিজ্ঞপ্তি

Source