-স্টাফ রিপোর্টার
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ। গতকাল (সোমবার) তিনি নতুন এই দায়িত্ব গ্রহণ করে বলে কমিশনের সচিব মো. সরওয়ার আলম জানান। যোগদানের পরপরই শাহজাহান মাহমুদ বিটিআরসি কমিশনারদের সঙ্গে বৈঠক করেন এবং এরপর বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সরওয়ার আলম বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে নতুন চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে আরও উদ্যোগী হওয়ার আহŸান জানান।” এছাড়া তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নে ‘পারফরমেন্স অ্যাওয়ার্ড’ দেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান সরওয়ার। সুনীল কান্তি বোস অবসরে যাওয়ায় শাহজাহানকে গত ২৩ সেপ্টেম্বর বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী শাহজাহান ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিটিআরসি প্রধানের পদে তিনিই প্রথম ব্যক্তি, যিনি সরকারি কোনো কর্মকর্তা ছিলেন না। জনপ্রশাসনের কর্মকর্তা সুনীল বোসের আগে বিটিআরসির চেয়ারম্যান ছিলেন সেনা কর্মকর্তা জিয়া আহমেদ। তার আগে সেনা নিয়ন্ত্রিত তত্ত¡াবধায়ক সরকার আমলে এই দায়িত্বে ছিলেন আরেক সেনা কর্মকর্তা মঞ্জুরুল আলম। তারও আগে বিটিআরসি প্রধানের দায়িত্ব পালনকারী মার্গুব মোর্শেদ ও ওমর ফারুক দু’জনই ছিলেন সচিব।
Source