-
সিটিও ফোরাম বাংলাদেশ এবং পালো আল্টো নেটওয়ার্কের যৌথ আয়োজনে ২৬ অক্টোবর ঢাকার ধানমণ্ডি ক্লাবে অনুষ্ঠিত হলো ‘ক্র্যাক দা কোড প্রিভেন্ট এডভান্স থ্রেটস’ শীষর্ক সেমিনারটি। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পালো আল্টো নেটওয়ার্ক, ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আনিল ভাশান। সেমিনারে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল ডিসকাসনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মাঈন উদ্দিন চৌধুরী, কমার্সিয়াল ব্যাংক অব সিলন পিএলসি হেড অব আইটি ড. ইজাজুল হক এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারং বিভাগের বিভাগীয় প্রধান ড. আখতার হোসেন। আইসিটি কর্নার ডেস্ক - See more at: http://www.manobkantha.com/2015/11/01/76745.php#sthash.H1fLxcRI.dpuf
Source