খবরের শিরোনামঃ জিপি অ্যাকসেলেরেটর চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন

খবরের তারিখঃ ২০১৫-১০-২৮

-স্টাফ রিপোর্টার :
এসডি এশিয়ার সহযোগিতায় জিপি অ্যাকসেলেরেটর কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। এই কর্মসূচি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নয়ন প্ল্যাটফরম হিসেবে কাজ করবে। গতকাল দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তির পর রাজধানীর ফার্মগেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশে প্রযুক্তিবিষয়ক নতুন উদ্যোক্তাদের জন্য বাজার তৈরিতে কাজ করছে এসডি এশিয়া। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ স্ট্যাটেজি অফিসার এরল্যান্ড প্রেস্টগার্ড বলেন, গ্রামীণফোনের লক্ষ্য প্রযুক্তিবিষয়ক উদ্যোক্তাদের ক্ষমতায়ন। জিপি অ্যাকসেলেরেটরের মাধ্যমে আমরা আমাদের স্থানীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নে সাহায্য করবো। আমাদের দক্ষতা ব্যবহার করে উৎসাহী স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তা করার ব্যাপারে আগ্রহী। এ চুক্তির অধীনে চার মাসের দুটি সেশন অনুষ্ঠিত হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয় সেশনটি অনুষ্ঠিত হবে আগামী বছরের জুন মাসে। প্রতিটি সেশনে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ৫টি প্রকল্পকে নেয়া হবে। প্রতিটি সেশনের শেষে অংশগ্রহণকারীদের একটি প্রদর্শনী দিবসে সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্দেশ্য তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ দেয়া হবে। নির্বাচিত প্রতিটি প্রকল্প তাদের উদ্যোগ বাস্তবায়নের পুঁজি হিসেবে ১০ লাখ টাকার বেশি পাবে। এছাড়াও তারা গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে কাজ করার সুবিধা ও প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা পাবে। প্রতিটি স্টার্টআপ প্রকল্পকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞের পরামর্শ ও নির্দেশনা দেয়া হবে। এসডি এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি বলেন, একটি ইকো সিস্টেম নির্মাতা হিসেবে উদ্যোক্তাদের সফল হতে কি লাগে সে ব্যাপারে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা জিপি অ্যাকসেলেরেটর পরিচালনার দায়িত্ব নিয়েছি। অ্যাকসেলেরেটর প্রোগ্রামটি উদ্যোগ বাণিজ্যায়নের বন্ধুর পথে সঠিক দিকনির্দেশনা দেবে ও সফল হওয়ার দিকে ধাবিত করবে। গ্রামীণফোনের সুযোগ থাকবে প্রতিটি স্টার্টআপে সীমিতভাবে হলেও বিনিয়োগ করার। গ্রামীণফোন এসডি এশিয়াকে সঙ্গে নিয়ে স্টার্টআপগুলোর নতুন পণ্য ও সেবার উন্নয়নে তাদের পরামর্শ ও নির্দেশনা দিতে ঘনিষ্ঠভাবে কাজ করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি অ্যাকসেলেরেটরের প্রকল্প পরিচালক ফয়সাল কবির, এসডি এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মুস্তাফিজ খান, সহ-প্রতিষ্ঠাতা ও ফরচুনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম ফায়াজ তাহের এবং সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি।

Source