খবরের শিরোনামঃ ৫ শতাধিক থানায় বাংলালিংকের থ্রিজি নেটওয়ার্ক

খবরের তারিখঃ ২০১৫-১১-০৬

-
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের পাঁচশর বেশি থানায় থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে বাংলালিংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল ফোন অপারেটরটি জানায়, বাংলালিংক দেশব্যাপী অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সবচেয়ে দ্রুত থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে দিচ্ছে। দেশে বর্তমানে ৫০০ টিরও বেশি থানায় বাংলালিংকের থ্রিজি রয়েছে। বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ জানান, গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। তাই অধিকসংখ্যক গ্রাহকের কাছে শুধু সেবা নয়, সেটিকে সহজলভ্য করে তোলা হয়। উল্লেখ্য, গত দুই বছর ধরে মুনাফায় থাকা বাংলালিংক নিজেদের থ্রিজি নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ করছে। যদিও নিজেদের আর্থিক প্রতিবেদনে বিষয়টি কখনও স্বীকার করেনি তারা। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সদ্য সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস বাংলালিংকের এই মুনাফার করার কথা জানান। বাংলালিংকের মূল কোম্পানি ভিম্পেলকমের প্রকাশ করা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের হিসাব অনুয়ায়ী বাংলালিংকের আয় দেখানো হয়েছে ১ হাজার ১৮০ কোটি টাকা। জানুয়ারি-জুন সময়ে এর পরিমান ২ হাজার ৩২০ কোটি টাকা পেরিয়ে যায়। অপারেটরটির প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকের আয় ৪০ কোটি টাকা বেশি হয়। অপারেটরটি তখন বলেছিলো, সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক পরিস্থিতি ভালো হওয়ায় তা আয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত বছর এপ্রিল-জুন সময়ে আয় ছিল ১ হাজার ৯০ কোটি টাকা ও জানুয়ারি-জুন সময়ে এ অংক ছিল ২ হাজার ১৩০ কোটি টাকা। বছরের প্রথমার্ধে অপারেটরটির গ্রাহক বেড়েছে ৮ শতাংশ। জুনের শেষে যা দাঁড়িয়েছিলো ৩ কোটি ২০ লাখ। তবে গ্রাহক প্রতি আয় মাসে এক টাকা কমেছে। গত বছর দ্বিতীয় প্রান্তিকে অপারেটরটির গ্রাহক প্রতি মাসে আয় ছিল ১২১ টাকা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা দাঁড়িয়েছিলো ১২০ টাকা।

Source