-সংবাদ স্পোর্টস ডেস্ক
রবি'র উদ্যোগে আয়োজিত 'অদম্য জার্সি ডিজাইন কনটেস্টে' সেরা জার্সি ডিজাইনার নির্বাচিত হয়েছেন অনিকেত ভট্টাচার্য। বাংলাদেশ ক্রিকেট দল এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে এই জার্সি গায়ে মাঠে নামবেন। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজনের বিচারক প্যানেল চূড়ান্তভাবে বাছাই করা ১১টি জার্সির মধ্যে অনিকেতের জার্সিকে সেরা ঘোষণা করেন। বিচারক প্যানেলে ছিলেন খ্যাতিমান চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ার্কিং কমিটির সদস্য এনায়েত হোসেন সিরাজ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও রবি'র মডেল নোভেল। বিজয়ী অনিকেতের ?হাতে ট্রফি তুলে দেন নাজমুল হাসান পাপন। আর পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন রবি'র সিইও সুপন বিরাসিংহে। ওয়েবসাইট।
Source