-ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ড. শাহ্জাহান মাহমুদ বলেছেন, ‘আমার প্রথম কাজই হবে- টেলিযোগাযোগ সেক্টরের গুণগত সেবা নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক কল আদান-প্রদান ঘিরে সব অনিয়ম দূর করে সরকারের ন্যায্য রাজস্ব আদায় নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেব।’ এছাড়া সাইবার নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেয়ার কথাও বলেছেন তিনি।
গতকাল সোমবার টেলিযোগাযোগ খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনবি’র সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান হিসেবে প্রায় দু’সপ্তাহ আগে দায়িত্ব নেয়ার পর এটাই ছিল তার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হওয়া। ড.শাহজাহান মাহমুদ আরো বলেন, তিনি বিটিআরসিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান এবং জনগণের কাছাকাছি নিয়ে যেতে চান।
Source