খবরের শিরোনামঃ ব্যান্ডউইথ আমদানি রফতানিতে কড়াকড়ি

খবরের তারিখঃ ২০১৫-১১-১০

-যুগান্তর রিপোর্ট
ইন্টারন্যাশনাল গেটওয়ে এবং ব্যান্ডউইথ সেবা সমুহের আমদানি-রফতানিতে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রায় লেনদেন করা ব্যাংকের শাখাগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ি, এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেন করা টেলিকমিনিকেশন খাতের কোম্পানিগুলোর জন্য ইন্টারন্যাশনাল গেটওয়ে এবং ব্যান্ডউইথ আমদানি ও রফতানির ক্ষেত্রে অদৃশ্য আয়(কোড-৫) এবং অদৃশ্য ব্যয়( কোড-৭) সংক্রান্ত নতুন কোড বরাদ্দ করা হয়েছে।

Source