-
ঢাকা, ১২ নভেম্বর- রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের লোকসানের পরিমাণ ৩৯ হাজার ৯৮৪ কোটি টাকা বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এই ক্ষতি পুষিয়ে টেলিটককে লাভজনক করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।প্রতিযোগিতায় টিকে থাকতে টেলিটকের ‘রি-ব্র্যান্ডিং’ করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর-পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান। তারানা হালিম জানান, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব মহাসড়ক ও উপজেলা সদরকে টেলিটকের থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হবে।
জাতীয় পার্টির সদস্য ফিারোজ রশীদ চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, টেলিটক যা লাভ করবে, তা দেশেই থাকবে। অথচ কিছুই হয়নি। আমরা সত্যি হতাশ। এত বছরেও কেন টেলিটক নিজের পায়ে দাঁড়াতে পারেনি! আমরা প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে কাজ করে যাচ্ছি। সারাদেশের প্রতিটি পোস্ট অফিসে একটি করে কক্ষ টেলিটককে দেওয়া হবে। নতুন করে রিব্র্যান্ডিং করব। আমি কোরিয়ায় গিয়ে তাদের সহজ শর্তে ঋণ দিতে বলেছি।
তারা হালিম আরও বলেন, টেলিটক শুধু লাভজনক প্রতিষ্ঠানই নয়, সেবা প্রতিষ্ঠানও বটে। যে কারণে লাভ না হলেও অনেক জায়গায় কাজ করতে হয়, এতে ব্যয় বেড়ে যায়। আশা করছি, নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ তৈরি হলে টেলিটকের আয় বাড়বে। টাওয়ার শেয়ার করতে পারলে টেলিটককে তৃণমূলে নিয়ে যেতে পারব।
নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের মাধ্যমে টেলিটকের কানেকটিভিটি বাড়বে বলেও তারানা হালিম আশাপ্রকাশ করেন। তিনি বলেন, টাওয়ার শেয়ারিং করতে পারলে আমরা টেলিটককে তৃণমূলে নিয়ে যেতে পারব।
গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, বর্তমানে দুটি মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল) ও টেলিটকের কাছে সরকারের টাকা পাওনা রয়েছে। টাকার পরিমাণ ১ হাজার ৮৬৫ কোটি টাকা। এরমধ্যে টেলিটকের কাছে পাওনার পরিমাণ ১ হাজার ৫৮৫ কোটি টাকা।
Source