-ইমরান হোসেন মিলন
ইন্টারনেট ডেটা ও সার্ভিসের দাম পুননির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মাস প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ চার্জ সর্বনিম্ন ৩৬০ টাকা থেকে সর্বোচ্চ ৯৬০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।
বিটিসিএল থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকেই এই চার্জ কার্যকর করা শুরু হয়েছে।
এই পুননির্ধারিত দামের মধ্যে থাকছে আইআইজি, আইএসপি, আইটিসি, নিক্স, ডেটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডেটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ।
এই চার্জ সংক্রান্ত বিস্তারিত জানা যাবে বিটিসিএলের এই ওয়েবসাইট থেকে।
Source