খবরের শিরোনামঃ ফ্রান্সে গুগল মাইক্রোসফটের বিনামূল্যে আন্তর্জাতিক কল সুবিধা

খবরের তারিখঃ ২০১৫-১১-১৬

-বণিক বার্তা ডেস্ক
সর্বকালের সেরা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ফ্রান্স। গত শুক্রবার রাতের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ১২৯ জন ছাড়িয়ে গেছে। স্তাদে দে স্টেডিয়াম দিয়ে শুরু এবং রেস্তোরাঁ, পানশালা, শপিং কমপ্লেক্স হয়ে কনসার্ট হলে গিয়ে শেষ হওয়া ওই হামলায় আহতের সংখ্যা প্রায় ৩৫০ জন। বিশ্বের সব প্রান্ত থেকে অনেকেরই আত্মীয়-স্বজন রয়েছেন প্যারিসে। তারা সবাই প্যারিসে বসবাসকারী প্রিয়জনের ভালো-মন্দ জানতে উদগ্রীব। এ পরিস্থিতিতে স্বজনদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে হাত বাড়িয়ে দিয়েছে গুগল ও মাইক্রোসফটের মতো প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্যারিয়ার নেটওয়ার্ক সেবাদাতা ভেরাইজন ও স্প্রিন্ট। প্রিয়জনের খোঁজখবর জানতে গুগল প্রতিষ্ঠানটির কল ও মেসেজিং প্লাটফর্ম ‘হ্যাংআউটস’ এবং মাইক্রোসফট তাদের ‘স্কাইপ’ সেবা ফ্রি করে দিয়েছে। অন্যদিকে ফ্রান্সে বিনামূল্যে আন্তর্জাতিক কল সুবিধার ঘোষণা দিয়েছে ভেরাইজন ও স্প্রিন্ট। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। গুগল প্লাসে এক পোস্টে বিনামূল্যে হ্যাংআউটসের সেবা দেয়ার ঘোষণা দিয়েছে গুগল। হ্যাংআউটসের অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় সংস্করণ থেকেই ফ্রান্সে বসবাসকারী আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে বিনামূল্যে যোগাযোগ রক্ষা করা যাবে। সেবাটির মাধ্যমে কোন কোন দেশ থেকে বিনামূল্যে কল করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তাই ধরে নেয়া হচ্ছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ ফ্রান্সে বিনামূল্যে কল করার সুবিধা পাবেন। অন্যদিকে মাইক্রোসফটের ইন্সট্যান্ট মেসেজিং এবং ভিডিও কলিং প্লাটফর্ম স্কাইপের পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা দেয়া হয়েছে। ফলে বিশ্বের যেকোনো দেশ থেকে ফ্রান্সে অবস্থিত ল্যান্ডলাইন বা মোবাইল ফোনে বিনামূল্যে কল করা যাবে। আর এজন্য স্কাইপের বিশেষ কলিং ফিচার ব্যবহার করতে হবে। এছাড়া ফ্রান্সে অভ্যন্তরীণ যোগাযোগ রক্ষার জন্যও বিনামূল্যে স্কাইপ কলিং সুবিধা ব্যবহার করা যাবে। স্কাইপ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আমরা প্যারিসে ঘটে যাওয়া বীভত্স ঘটনায় সহমর্মিতা জানাতে ফ্রান্সবাসীর পাশে দাঁড়াতে চাই। আর এজন্য আত্মীয়-স্বজন, বন্ধু, পরিবার ও সহকর্মীদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের সুবিধার্থে আগামী কয়েক দিনের জন্য বিনামূল্যে স্কাইপ কলিং সুবিধা চালু করেছি। তাত্ক্ষণিকভাবে এর বেশি কিছুই করার ছিল না। এছাড়া অ্যাপ স্টোরের ডাউনলোড অপশনে ক্লিক করে স্কাইপ সাপোর্ট পেজ থেকে সেবাটির বিষয়ে বিস্তারিত জানতে অনুরোধ করা হয়েছে। মার্কিন ব্রডব্যান্ড এবং টেলিযোগাযোগ কোম্পানি ভেরাইজন সপ্তাহজুড়ে ইউএস থেকে ফ্রান্সে ফ্রি কলিং সুবিধা চালু করেছে। এ সুবিধার আওতায় প্রতিষ্ঠানটির ওয়্যারলেস গ্রাহকরা যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে বিনামূল্যে কল করতে পারবেন। একই সুবিধা চালু করা হয়েছে হোম টেলিফোন গ্রাহক এবং ল্যান্ডলাইন গ্রাহকদের জন্যও। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান স্প্রিন্টও তাদের গ্রাকদের জন্য ফ্রান্সে কলের ক্ষেত্রে আন্তর্জাতিক, রোমিং এবং এসএমএস চার্জ ফ্রি করে দিয়েছে। ১৩ নভেম্বর থেকে ফ্রান্সে বিনামূল্যে কল সুবিধা চালু করেছে এ প্রতিষ্ঠান। আর এটি অব্যাহত থাকছে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত। এ বিষয়ে স্প্রিন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্সেলো ক্লোরে বলেন, আমরা প্যারিসে ভুক্তভোগীদের জন্য দুঃখ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। এটা বর্ণনা করার মতো নয়। আমরা প্রার্থনা করি, এ বিপর্যয় কাটিয়ে উঠুক ফ্রান্স। এদিকে প্যারিসে মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোও সরব হয়ে উঠেছে। ফরাসিরা তাদের সহানুভূতি শেয়ারের জন্য বেছে নিচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু করেছে ‘সেফটি চেক’ অপশন। এর মাধ্যমে আক্রান্ত এলাকায় পরিচিত মানুষরা নিরাপদে আছেন কিনা, তা জানা যাবে।

Source