খবরের শিরোনামঃ গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলা কর্মচারীদের ৭শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খবরের তারিখঃ ২০১৫-১১-১৬

-কোর্ট রিপোর্টার
প্রায় ৭০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলা করেছেন ওই প্রতিষ্ঠানেরই শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পাঁচ সদস্য। গতকাল ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে তারা এ নালিশি মামলাটি করেন। বাদীরা হলেন— গ্রামীণ ফোনের পরিবহন শ্রমিক মেহেদী হাসান, মাসদি হাসান, ডাটা অ্যান্ট্রি অপারেটর মো. সোহাগ, অফিস সহকারী আফজাল হোসেন ও অপটিক্যাল ফাইভার অপারেটর নিজাম উদ্দিন। মামলায় গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী (সিইও), ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী শাহেদ আহম্মেদ, মাইনুল রহমান ভুঁইয়া, মাইনুল কাদের ও আহম্মেদ মনজুর দোলাকে বিবাদী করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ মামলার অভিযোগ শুনানি শেষে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর আগে পাঁচ বাদীর পক্ষে মেহেদী হাসান আদালতে জবানবন্দি দেন। আরজি সূত্রে জানা গেছে, বিবাদীরা গ্রামীণ ফোন ওয়ার্কার্স প্রফিট ফান্ড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের ১৩শ’ কর্মচারীর প্রায় ৭০০ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত্ করেন। পাওনা টাকার জন্য আবেদন করলে তাদের বিভিন্নভাবে অপদস্ত করতেন। ২০১০ সালে সরকার কোম্পানির লাভের ৫ শতাংশ শ্রমিক-কর্মচারী মধ্যে বণ্টন করার জন্য ঘোষণা দেয়। ২০১৩ সালের ২৪ অক্টোবর গ্রামীণফোন লিমিটেড পরিচালক সভায় তা পাস হয়। কিন্তু ২০১৫ সালের মার্চে বিবাদীরা শ্রমিকদের বঞ্চিত করে লভ্যাংশের ৬৯১ কোটি ৩৮ লাখ ৬৬ হাজার ১৮৩ টাকা না দিয়ে নিজেরাই ভাগ-বাটোয়ারা করে আত্মসাত্ করেছেন।

Source