-বণিক বার্তা অনলাইন
দেশের আইফোনপ্রেমীদের জন্য সম্প্রতি আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস বাজারে এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। বহির্বিশ্বের পাশাপাশি এখন রবির গ্রাহকরাও আইফোনের সর্বশেষ ফিচারগুলো উপভোগ করতে পারবে। আকর্ষণীয় এই স্মার্টফোনটি দেশজুড়ে রবি সেবাকেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি। আইফোন সিক্স এস হ্যান্ডসেটের (১৬ জিবি) মূল্য ৭১ হাজার ৪৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ পাঁচ হাজার ১২৫ টাকা। আইফোন সিক্স এস (৬৪ জিবি) ও সিক্স এস প্লাস (১৬ জিবি) হ্যান্ডসেটের মূল্য ৮১ হাজার ৯৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ হবে ছয় হাজার টাকা।
অন্যদিকে আইফোন সিক্স এস প্লাস (৬৪ জিবি) হ্যান্ডসেটের মূল্য ৯২ হাজার ৯৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ ছয় হাজার ৯১৭ টাকা। প্রতিটি হ্যান্ডসেটের ক্ষেত্রে সমান হারে ১২ মাসের জন্য কিস্তি প্রযোজ্য এবং এ হ্যান্ডসেটগুলো কেনার সময় ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। ক্রেতারা সিলভার, স্পেস গ্রে, গোল্ড ও রোজ গোল্ড কালার থেকে তাদের পছন্দের হ্যান্ডসেটটি বাছাই করতে পারবে। উদ্বোধনী অফার হিসেবে বিনা মূল্যে ৪ জিবি ডাটা উপভোগ করতে পারবে রবি গ্রাহকরা।
Source