-বণিক বার্তা ডেস্ক
প্রযুক্তিপণ্যের প্রতি বড়দের পাশাপাশি শিশুদের আগ্রহ কম নয়। বিশেষ করে গেম খেলতে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে দীর্ঘ সময় কাটায় প্রতিটি শিশু। এজন্য বড়দের ব্যবহূত ডিভাইসের ওপরই বেশি নির্ভরশীল। কিন্তু ওই ডিভাইসগুলো শিশুর ব্যবহার উপযোগী নয়। তাছাড়া বিষয়টি নিরাপত্তার জন্যও হুমকি বটে। এবার তাই শুধু শিশুদের জন্য ‘সোয়াইপ জুনিয়র’ নামে একটি নতুন স্মার্টফোন এনেছে ভারতীয় মোবাইল ডিভাইস নির্মাতা সোয়াইপ টেলিকম। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯৯ রুপি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
সোয়াইপ জুনিয়র স্মার্টফোনে শিশুর অভিভাবকের জন্য রাখা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ডিভাইসটি মূলত পাঁচ থেকে ১৫ বছরের শিশুদের জন্যই নকশা করা হয়েছে, যা এরই মধ্যে স্থানীয় বাজারে বিভিন্ন ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
বিবৃতি অনুযায়ী, প্রযুক্তিপণ্য ব্যবহারকারীর তালিকায় শিশুদের সংখ্যা কম নয়। কিন্তু সাধারণ প্রযুক্তিপণ্যে এমন অনেক ফিচার এবং সুযোগ-সুবিধা থাকে, যা শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত করতে পারে। আর এ ধরনের ভাবনা থেকেই শুধু শিশুদের ব্যবহার উপযোগী করে নতুন স্মার্টফোন সোয়াইপ জুনিয়র উন্মোচন করা হয়েছে। ডিভাইসটিতে জিও-ট্র্যাকিং ও জিও-ফেন্সিং ফিচার রাখা হয়েছে। এর মাধ্যমে একজন অভিভাবক শিশুর গতিবিধি ট্র্যাক করতে পারবেন অনায়াসে। এছাড়া স্মার্টফোনটিতে শিশুর ব্যবহারের সুবিধার্থে নিরাপদ ও বিপজ্জনক ফিচার পৃথক করে দেয়া যাবে। পাশাপাশি ডিভাইসটির মাধ্যমে শিশু কোন ধরনের অ্যাপ ব্যবহার করছে, তার ওপর নজরদারি করা যাবে। এটি ইলেকট্রিক শক প্রুভ।
অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমভিত্তিক সিঙ্গেল সিমের সোয়াইপ জুনিয়র স্মার্টফোনে ৪ দশমিক ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ৫১২ মেগাবাইট র্যামের এ ডিভাইসে ১ দশমিক ৩ গিগাহার্টজের ডুয়াল-কোর প্রসেসর আছে। এতে ৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। স্মার্টফোনটিতে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। থ্রিজি নেটওয়ার্কের পাশাপাশি ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই ও মাইক্রো-ইউএসবি সংযোগ সমর্থন করবে। এতে ১৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
Source