-
বাংলাদেশ বার্তা ২৪.কম/ কম্পিউটার/ ২৯ আগস্ট/ দেশেকিংবা বিদেশে- পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বাংলাদেশকে রাখুন হাতেরমুঠোয়! সারাক্ষণ মেতে থাকুন গান, আড্ডা আর বিনোদনে। প্রতি মুহূর্তের খবরশুনেও নিজেকে রাখুন আপডেট। আর এর সবই আপনি করতে পারবেন মাত্র একটিমোবাইল-অ্যাপের মাধ্যমে। ‘বাংলা রেডিও’
নামের একটি অ্যাপ আপনাকে দিচ্ছে বাংলাদেশের ৭০টিরও বেশিএফএম এবং অনলাইন রেডিও লাইভ শোনার সুযোগ। দেশি-বিদেশি গান, সংবাদ, সংবাদ-বিশ্লেষণসহ বিনোদনমূলক নানান অনুষ্ঠান উপভোগ করতে আপনার অ্যান্ড্রয়েডস্মার্টফোনে এখনই ডাউনলোড করে নিন ‘বাংলা রেডিও’। গুগল প্লে-স্টোরেরলিঙ্কটি হলো : https://play.google.com/store/apps/details?id=radio.allmedialink.com এই অ্যাপটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান অলমিডিয়ালিংক লিমিটেড সম্প্রতিবাংলা রেডিও গুগল প্লে-স্টোরে উন্মুক্ত করেছে। নিউইয়র্কভিত্তিকপ্রতিষ্ঠানটির অন্যতম ম্যানেজিং পার্টনার ডেইজি হ্যামিলটন বলেন, আমি জানিবাংলাদেশের মানুষ সংগীতপ্রেমি। সেই সঙ্গে তারা সবসময় তথ্যও জানতে চায়। তাইআমাদের প্রতিষ্ঠান এ অ্যাপটি তৈরি করেছে। তিনি বলেন, এবিসি রেডিওসহ বিভিন্নরেডিওতে শোনা যায় লাইভ ট্রাফিক আপডেট ও লাইভ নিউজ আপডেট। এ ছাড়া গান আরআড্ডা তো রয়েছেই! প্রতিষ্ঠানটির কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার ফারজানা মৌ বলেন, আপনিক্রিকেট খেলার ভক্ত? জানতে চান স্কোর? শুনতে চান লাইভ ধারাভাষ্য? তাহলেরেডিও স্বাধীন হতে পারে আপনার প্রায় প্রতিদিনের সঙ্গী। এভাবে বিভিন্নরেডিওতে শ্রোতাদের জন্য রয়েছে নানান আয়োজন। মাত্র কয়েক মেগাবাইটের এইঅ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করে নিলে সারাক্ষণ গান আর লাইভ আপডেট শুনতেপারবেন শ্রোতারা। অল্প ইন্টারনেট ডাটা ইউজ হয় অ্যাপটি চলতে। তিনি বলেন, আমি মনে করি গুগল প্লে-স্টোরে যতগুলো রেডিও অ্যাপ আছে তারমধ্যে এটিই সেরা। কারণ, এতে যুক্ত হয়েছে বাংলাদেশের সবগুলো রেডিও। আর এটিইউজার-ফ্রেন্ডলি।
Source