খবরের শিরোনামঃ সিম পুনর্নিবন্ধনে রাজস্ব ছাড় চায় মোবাইল অপারেটররা

খবরের তারিখঃ ২০১৫-১১-১৭

- মো. সফিকুল ইসলাম
গ্রাহকের মোবাইল ফোনের সিম ত্রুটিপূর্ণ নিবন্ধন বা নতুন করে নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়াতে মোবাইল অপারেটররা এ ক্ষেত্রে এনবিআরের কাছে রাজস্ব ছাড়ের নিশ্চয়তা চায়। সরকার বর্তমান বাজেটে প্রতিটি সিম পুনর্নিবন্ধনের জন্য ১০০ টাকা ফি ধার্য করেছে। কিন্তু এবার ভুয়া গ্রাহক রোধে ব্যাপকভাবে সিম পুনর্নিবন্ধন শুরু হওয়ায় মোবাইল অপারেটররা সরকারের কাছে আবেদন জানিয়েছে সিম পুনর্নিবন্ধনের ওই ফি না নেয়ার জন্য। গতকাল মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো এক চিঠিতে ওই আবেদন জানিয়েছে। অ্যামটবের সাধারণ সম্পাদক টিআইএম নুরুল কবীর এ চিঠির তথ্যটি এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন। জানা যায়, এর আগে অ্যামটব এক চিঠিতে ব্যাপকভাবে সিম নিবন্ধনে মোবাইল অপারেটরদের সীমাবদ্ধতার কথা জানিয়েছিল। সে চিঠিতে বলা হয়েছিল, মোবাইল অপারেটরদের সিম বিক্রয় কেন্দ্রের সংখ্যা সারা দেশে পাঁচ হাজার ৭৬১টি। এসব বিক্রয় কেন্দ্রের মাধ্যমে মাসে ১৩ লাখ ৯৬ হাজার ৫০০ সিম নিবন্ধন সম্ভব। অবশ্য এ চিঠি যখন দেয়া হয়েছিল তখন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেশের ১৩ কোটি মোবাইল গ্রাহকের সিম পুনর্নিবন্ধনের প্রস্তাব রেখেছিল। বর্তমানে ওই প্রস্তাব থেকে সেরে এসেছে শুধুমাত্র যাদের নিবন্ধনে ত্রুটি রয়েছে তাদের সিমই পুনর্নিবন্ধনের নির্দেশনা দেয়া হয়েছে। প্রসঙ্গত, সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম গত রোববার থেকে শুরু হয়েছে। এর আগে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পদ্ধতির উদ্বোধন করেন। আগামী ১৬ ডিসেম্বর থেকে এ পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন শুরু করবে অপারেটররা।

Source