খবরের শিরোনামঃ বয়স্কদের জন্য ফোন আনল এসিআই

খবরের তারিখঃ ২০১৫-১১-১৮

-বাণিজ্য ডেস্ক
তরুণদের পাশাপাশি বয়স্কদের কথা মাথায় রেখে এসিআই নিয়ে এলো স্টাইলাসের নতুন মুঠোফোন ঝঞণখটঝ-জ১। এতে রয়েছে ইমার্জেন্সি অ্যালার্ট বাটন, যার সাহায্যে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে একটি ক্লিকের মাধ্যমে পাঁচটি নম্বরে তাৎক্ষণিক ইমার্জেন্সি মেসেজ পৌঁছে যাবে এবং অ্যালার্ম বেজে উঠবে। ব্যবহারের সুবিধার্থে বড় আকৃতির কিপ্যাডের সঙ্গে রয়েছে ভয়েস কনফারমেশন সুবিধা, যা এই ফোনটিকে করে তুলেছে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি। বয়স্ক ব্যক্তি, যাঁরা হেডফোন ব্যবহারে অসুবিধা বোধ করেন, তাঁদের সুবিধা বিবেচনায় এই হ্যান্ডসেটে রয়েছে ওয়্যারলেস এফএম রেডিও। এসব গুরুত্বপূর্ণ ফিচারের পাশাপাশি আরো রয়েছে এলইডি টর্চ লাইট, বিগ স্পিকার এবং ৮০০ এমএএইচ ব্যাটারি। ফোনসেটটির দাম এক হাজার ২২৫ টাকা।

Source