খবরের শিরোনামঃ হাইটেক পার্কে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টেলিকম এশিয়া

খবরের তারিখঃ ২০১৫-১১-১৮

-সুমাইয়া রহমান সীমা
সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিকম এশিয়া প্রযুক্তিনির্ভর পণ্য তৈরিতে বাংলাদেশ হাইটেক পার্কে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। বাংলাদেশের স্থানীয় উদ্যোক্তার তত্ত্বাবধানে এই বিনিয়োগের বিষয়ে শুক্রবার সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। টেলিকম এশিয়া (প্রাইভেট) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাফায়াত আলম জানিয়েছেন, তারা মূলত টেলিকম ও আইটি সেক্টরের কয়েকটি বিষয়ের ওপর বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। তিনি বলেন, আমরা বাংলাদেশে একটি প্রাইভেট হাইটেক পার্কের স্বপ্ন দেখছি। এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। ফিক্সড টেলিফোন লাইনে যোগাযোগ ব্যবস্থায় উন্নতিকরণ, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) টেলিসেবার উন্নয়ন, ব্রডব্যান্ড এবং ডেটা সেবার উন্নয়নে কাজ করবে টেলিকম এশিয়া। হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে লন্ডনে এ বিষয়ে চুক্তি করেছে টেলিকম এশিয়া। হাইটেক পার্ক কর্তৃপক্ষ এ সময় আরও তিনটি চুক্তি করেছে। শাফায়াত আলম বলেছেন, এরই মধ্যে সিঙ্গাপুরের তিনটি ব্যাংক থেকে এই ঋণ নিয়ে বাংলাদেশে দীর্ঘমেয়াদি ব্যবসা করার জন্য ৭০ শতাংশ প্ল্যান প্রস্তুত করা হয়েছে। এজন্য আমরা সরকারের পক্ষ থেকে সাড়া পেতে অপেক্ষা করছি। তিনি বলেন, সরকার চাচ্ছে আমরা রাজশাহী হাইটেক পার্কে বিনিয়োগ করি। কিন্তু আমাদের চাওয়া চট্টগ্রাম হাইটেক পার্কে কাজ করা। তিনি আরও বলেন, চীন থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো আমরা বাংলাদেশেই অ্যাসেম্বল এবং তৈরি করব।

Source