খবরের শিরোনামঃ ইন্টারনেট বন্ধেও চালু ছিল পুঁজিবাজারের লেনদেন

খবরের তারিখঃ ২০১৫-১১-১৯

-ইত্তেফাক রিপোর্ট
গতকাল বুধবার দুপুরে সারাদেশের ইন্টারনেট সেবা প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। এতে ইন্টারনেটে লেনদেন করা ই-কমার্সে নেতিবাচক প্রভাব পড়লেও পুঁজিবাজারের লেনদেনে তেমন কোন প্রভাব পড়েনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ডিএসইর লেনদেন LAN এবং WAN এর মাধ্যমে করায় লেনদেন করতে সমস্যা হয়নি। তবে বিনিয়োগকারীরা জানিয়েছেন, লেনদেন করতে সমস্যা না হলেও অনেক জায়গায় ডিএসইর ওয়েবসাইট খুলতে কিছুটা সমস্যা হয়েছে। তাছাড়া ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। ফলে ডিএসইর লেনদেন কমে গেছে। গতকাল বুধবার ডিএসইতে ৩৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি টাকা বা প্রায় সাড়ে ১৩ শতাংশ কম। প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির নির্দেশে গতকাল বুধবার দুপুর ১ টা ১০ মিনিট থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত সারা দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

Source