-কালের কণ্ঠ অনলাইন
মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, তার দেশ বাংলাদেশের টেলিযোগাযোগ সেক্টরের উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল পরিবেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্নিকাট আজ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বৈঠকে তারানা হালিমকে জানান, তার দেশ বাংলাদেশের টেলিযোগাযোগ সেক্টরের উন্নয়নে তার প্রচেষ্টার জন্য অব্যাহত সহায়তা দিয়ে যাবে।
মার্কিন রাষ্ট্রদূত বিদেশীদের সার্বিক নিরাপত্তায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিক, বাংলাদেশ ও বাংলাদেশী জনগণ এবং আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তার স্বার্থে দু’দেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও অংশীদারিত্বের বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
Source