-বিশেষ প্রতিবেদক :
নিরাপত্তার কারণে ফেসবুক ও ইন্টারনেটের কিছু অপশন বন্ধ রাখা হয়েছে উল্লেখ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এটি অত্যন্ত সাময়িক ব্যবস্থা। এ অবস্থার পরিবর্তন হলেই এগুলো উন্মুক্ত করে দেয়া হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সারা পৃথিবীতে যে ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশেও তার দু’একটি ছিটাফোটা ঘটছে। সেজন্য সাময়িক ব্যবস্থা হিসেবে এটি নেয়া হয়েছে। পৃথিবীর সব দেশেই এ ধরনের ব্যবস্থা নেয়া হয়ে থাকে। আমাদের এখানে তার ব্যতিক্রম নয়। তবে এটি অত্যন্ত সাময়িক ব্যবস্থা।
সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীনে ঢাকা যানবাহন কর্তৃপক্সের অঅওতায় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইতিমধ্যে বনানী, যাত্রাবাড়ী, কুড়িল প্লইওভার চালু হয়েছে। মগবাজার-মৌচাক ফ্লাইওবার নির্মাণাধীন রয়েছে। এছাড়া এলিভেটেড একাসপ্রেসওয়ে নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ফাহমী গোলন্দাজ বাবেলের প্রশ্নের জাবাবে মন্ত্রী জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বার্ষিক উন্নয়ন প্রকল্পের অধীনে ৬০টি নতুন অ্যম্বুলেন্স সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ১০াট অ্যম্বুলেন্স সংগ্রহ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান ও মো. আয়েনউদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে নতুন ফাঁড়ি/ ক্যাম্প স্থাপনের যাবতীয় কার্যক্রম স্থগিত রয়েছে। ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্রের জনবলের কাঠামো প্রায় একই ধরনের। উপরন্তু তদন্ত কেন্দ্র স্থাপনের সরকারি নীতিমালাও রয়েছে। এসকল বিবেচনায় ফাঁড়ির বিকল্প হিসেবে বর্তমানে তদন্ত কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
এছাড়া একাধিক সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই মুহুর্তে আমাদের হাতে কোন পিকআপ ভ্যান নেই। তাই কোন থানা বা ফাঁড়িতে পিকআপ ভ্যান দিতে পারছি না। তবে পিকআপ ভ্যান পাওয়া মাত্র অগ্রাধিকার ভিত্তিতে সবার দাবি বিবেচনা করা হবে।
Source