-স্টাফ রিপোর্টার :
ইন্টারনেট ব্যান্ডউইথ ভারতে রপ্তানীর জন্য আখাউড়া-আগরতলা সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করেছে বিটিসিএল। গত সোমবার আখাউড়া-আগরতলা সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করা হয়েছে। বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর উপস্থিতিতে গত শুক্রবার আখাউড়া সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করার কাজটি শুরু হয়। বিটিসিএল এর জিএম ট্রান্সমিশন শাহীদুল আলম এবং মার্কেটিং প্রধান কবির হাসান সহ- অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি. চাহিদা অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহের পর উদ্বৃত্ত ব্যান্ডউইথ ভারতে রপ্তানির লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ব্যান্ডউইথ রপ্তানী প্রক্রিয়ায় বিটিসিএল দেশের অভ্যন্তরে ফাইবার অপটিক লিংক প্রদান করেছে। আখাউড়া স্থলবন্দরের কাছে জিরো পয়েন্টের বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) কর্তৃক স্থাপিত অপটিক্যাল ফাইবার এর সাথে বিটিসিএল কর্তৃক ৎবফঁহফধহপু সহ স্থাপিত ফাইবার সংযোগ গত ১৬ নভেম্বর দুই দেশের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়। উক্ত সংযোগের মাধ্যমে বাংলাদেশ হতে ভারতে ব্যান্ডউইথ রপ্তানীর দীর্ঘদিনের প্রতীক্ষিত সময়ের অবসান ঘটল। বাংলাদেশ অংশের যাবতীয় কাজ বিটিসিএল নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্ন করেছে বিধায় ব্যান্ডউইথ রপ্তানিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। প্রাথমিক ভাবে ১০ গিগাবাইট পরিমান ব্যান্ডউইথ রপ্তানির কথা থাকলেও পরবর্তীতে ধাপে ধাপে তা চল্লিশ গিগাবাইট পরিমাণ ব্যান্ডউইথ রপ্তানীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উক্ত ব্যান্ডউইথ রপ্তানিতে বিটিসিএল ইতোমধ্যেই প্রয়োজনীয় লিংকসহ ফাইবার স্থাপন করেছে বিধায় ভবিষ্যতে আরও বেশি পরিমাণ ব্যান্ডউইথ রপ্তানি করলেও তা অসুবিধা হবে না।
Source