খবরের শিরোনামঃ বিশ্ববাজারে বেড়েছে মোবাইল ফোন সরবরাহ

খবরের তারিখঃ ২০১৫-১১-২০

-আরিফ আরমান বাদল
২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী মোবাইল ফোন সরবরাহের পরিমাণ প্রায় ৪৭.৮ কোটি ইউনিটে পৌঁছেছে। আর শীর্ষ দশ হ্যান্ডসেট বিক্রয়কারী প্রতিষ্ঠানের তালিকায় আছে ভারতীয় মোবাইল ব্র্যান্ড মাইক্রোম্যাক্স। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠার গার্টনার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। গার্টনার প্রতিবেদনে জানায়, "২০১৫ সালের তৃতীয় প্রান্তিকেই বিশ্বব্যাপী মোবাইল বাজারজাতকরণ সর্বমোট ৪৭.৮ কোটি ইউনিটে উন্নীত হয়েছে। মোবাইল বাজারের এই উর্ধ্বগতি স্থানীয় ব্র্যান্ডেরও বিক্রি বাড়িয়ে দিয়েছে। যার ফলে মাইক্রোম্যাক্সও বিশ্বের শীর্ষ দশ মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসেছে।" গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকের মতোই এবারও বিক্রিত পরিমাণ ৩.৭ শতাংশ বেড়ে গিয়েছে। এর আগের বছর মাইক্রোম্যাক্সের বাজারে উর্ধ্বগতি ছিল ৫.৬ মিলিয়ন ইউনিট। যেখানে এ বছর তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২.১৬ মিলিয়ন। প্রতি বছর উর্ধ্বগতি ৯ শতাংশ বাড়িয়ে বিশ্ব বাজারে আধিপত্য বিস্তারকারী স্যামসাং ১০২ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। আর অ্যাপলের এ বছর উর্ধ্বগতি ২০.৬ শতাংশ বেড়ে ডিভাইস বিক্রি ৪৬ মিলিয়নে দাঁড়িয়েছে। ২০১৪ সালের তুলনায় মাইক্রোসফট ডিভাইসের বিক্রয় ৩০ শতাংশ পতন সত্ত্বেও ৩০.২৯ মিলিয়ন ডিভাইস বিক্রি করে মাইক্রোসফট মোবাইল ফোন বাজারে তৃতীয় অবস্থানে আছে। ২০১৪ সালের থেকে ২০১৫ সালে বিশ্বব্যাপী মোবাইল ফোনের বিক্রি ১৫.৫ শতাংশ বেড়েছে। গার্টনারের গবেষণা বিষয়ক পরিচালক আনশুল গুপ্ত বলেন, "স্মার্টফোনের সহজলভ্যতার কারণে ব্যবহারকারীরা এখন খুব দ্রুতই স্মার্টফোন কিনছে যা মোবাইল অর্থবাজারের উর্ধ্বগতির কারণ।" বাজারে স্মার্টফোন বিক্রির পরিমাণ ২০১৪ সালের তুলনায় এ বছর ১৮.৪ শতাংশ বেড়ে ২৫৯.৭ মিলিয়নে দাঁড়িয়েছে। গুপ্ত বলেন, একই সময়ে বাজারে বিক্রির পরিমাণ ৮.২ শতাংশ বেড়েছে।’ যেখানে স্যামসাং এবং অ্যাপল বিশ্বব্যাপী যথাক্রমে ৮৩.৫৮ ও ৪৬ মিলিয়ন ইউনিট বিক্রি করেছে সেখানে হুয়াওয়ে ৭১ শতাংশ উর্ধ্বগতি বাজারে ইউনিট বিক্রির উর্ধ্বগতির তালিকায় তৃতীয় অবস্থানে আছে। চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে স্মার্টফোন বিক্রিতে গত বছরের ১৫.৯৩ মিলিয়ন ভেঙ্গে ২০১৫ সালে রেকর্ড সর্বোচ্চ ২৭.২৬ মিলিয়ন ইউনিট বিক্রি করেছে।

Source