-বণিক বার্তা ডেস্ক
একবিংশ শতাব্দীর শুরু থেকেই মোবাইল ডিভাইসের দাম কমতে শুরু করে। বর্তমানে তা সবার ক্রয়সাধ্যের মধ্যে পৌঁছেছে। সহজলভ্যতার কারণে এখন সবার হাতে স্মার্টফোনের মতো উন্নত প্রযুক্তির মোবাইল ডিভাইস দেখা যায়। অন্যদিকে এ সময়ের মধ্যে ইন্টারনেট সেবার প্রসার ঘটেছে উল্লেখযোগ্য হারে। ফলে মোবাইল ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার বেড়েছে। মোবাইল ইন্টারনেট সেবা খাতের প্রসার এতটাই ক্রমবর্ধমান যে, আগামী ছয় বছরে অর্থাত্ ২০২১ সাল নাগাদ প্রতিটি সক্রিয় স্মার্টফোনের মাধ্যমে ডাটা ব্যবহার বাড়বে ১০ গুণ। সম্প্রতি প্রকাশিত এরিকসন মোবিলিটির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। খবর খালিজ টাইমস।
বৈশ্বিকভাবে জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়। বলা হচ্ছে, ২০১৫ সালের তুলনায় আগামী ছয় বছরে মোবাইল ডাটা ট্রাফিক খাতে ১০ গুণ প্রবৃদ্ধি পরিলক্ষিত হবে। বর্তমানে প্রতিটি সক্রিয় স্মার্টফোন ডিভাইস থেকে মাসে ১ দশমিক ২ গিগাবাইট ডাটা ব্যবহার করা হচ্ছে, যা ছয় বছরে বেড়ে ১০ গিগাবাইটের বেশি হবে।
অন্যদিকে এ সময়ের মধ্যে বিশ্বব্যাপী লং টার্ম ইভলুশন (এলটিই) সেবার গ্রাহক বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। লং টার্ম ইভলুশন সাধারণত চতুর্থ প্রজন্মের ফোরজি নেটওয়ার্ক নামেই বেশি পরিচিত।
প্রতিবেদনে বলা হয়, প্রতি সেকেন্ডে নতুন ২০টি স্মার্টফোন ব্রডব্যান্ড ইন্টারনেটে যুক্ত হচ্ছে। আর এ কারণে ডাটা ব্যবহার বাড়ছে দ্রুত গতিতে। ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের চেয়ে ডাটা ট্রাফিক বেড়েছে ৬৫ শতাংশ। বলা হচ্ছে, আগামী ছয় বছরে ব্যবহূত মোবাইল ডাটার প্রায় ৭০ শতাংশই ব্যয় হবে অনলাইন ভিডিও কনটেন্ট দেখতে।
বর্তমানে নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গের মধ্যে অন্যতম একটি স্মার্টফোন। ব্যক্তিগত যোগাযোগ রক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইস এড়িয়ে চলার উপায় নেই। বৈশ্বিক প্রযুক্তি বাজারে ক্রমবর্ধমান খাতগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মোবাইল ডিভাইস। আর এ ডিভাইসের ব্যবহার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ইন্টারনেট সেবার চাহিদা। অন্যদিকে টুজি, থ্রিজি ও ফোরজির মতো দ্রুতগতির নেটওয়ার্ক ব্যবস্থার কারণে মোবাইল ডিভাইসের মাধ্যমে ডাটা ব্যবহার বাড়ছে উল্লেখযোগ্য হারে।
এরিকসন মোবিলিটির প্রতিবেদন অনুযায়ী, উদীয়মান বাজারগুলোয় স্মার্টফোন ডিভাইসের ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো গালফভুক্ত দেশগুলোয় এ হার সবচেয়ে বেশি। পাশাপাশি দ্রুতগতির নেটওয়ার্ক সংযোগের চাহিদা বেড়েছে। সব ধরনের সুযোগ-সুবিধা মিলিয়ে মোবাইল ডিভাইস থেকে ভিডিও কনটেন্ট দেখার প্রবণতা বেড়েছে, যা আগামী ছয় বছরে মোবাইল ডাটা ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে এরিকসন মোবিলিটির মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট রাফিয়া ইব্রাহিম বলেন, সংশ্লিষ্ট অঞ্চলে ২০১৪ সালের তুলনায় চলতি বছর মোবাইল ডাটা ট্রাফিক বেড়েছে ৮০ শতাংশ। এ অঞ্চলের টেলিযোগাযোগ সেবা যথেষ্ট বৈচিত্র্যময়। যদিও অনেক দেশ সবে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফোরজি বা এলটিই সরবরাহের পরিকল্পনা করছে। তা সত্ত্বেও আমরা সংশ্লিষ্ট অঞ্চলে দ্রুতগতির সংযোগ বৃদ্ধি এবং ডাটা ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক উত্থান দেখতে পেয়েছি।
এছাড়া তিনি বলেন, বর্তমানে আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি সরবরাহে কাজ করছি। দ্রুতগতির ইন্টারনেট সেবা এখন বিশ্বব্যাপী সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
Source