-রূপেল হোসেন
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগের নতুন প্লাটফরম ভাইবার পাবলিক চ্যাট। ফ্রি মেসেজিং ও এইচডি মানের কল সেবাদাতা শীর্ষস্থানীয় যোগাযোগ অ্যাপ ভাইবার এটি চালু করেছে। বিভিন্ন সেলিব্রেটি, প্রিয় ব্যক্তিত্ব ও ব্র্যান্ডের অনুসরণ করতে এ প্লাটফরমটি ব্যবহার করা হয়।
অন্যসব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো নয় এলজির ভি১০। আবার হ্যান্ডসেটটিকে বিশ্বের প্রথম 'আল্ট্রাফোন'ও বলছেন প্রযুক্তিবিদরা।
কিভাবে? প্রথমেই আসা যাক হ্যান্ডসেটটির পর্দার বিষয়ে। ৫.৭ ইঞ্চি কোয়াড হাইডেফিনেশন ডিসপ্লে ছাড়াও হ্যান্ডসেটটিতে রয়েছে আরেকটি পর্দা; যা সম্পূর্ণ আলাদা পর্দা হিসেবে কাজ করবে। এ পর্দায় ডিসপ্লে করা থাকবে সময়, তারিখ, নোটিফিকেশন, অ্যাপ, সেটিংসসহ আরো অনেক কিছু।
আর এলজি ভি১০-এর ৫ মেগাপিক্সেলের সামনের দুই ক্যামেরায় তোলা যাবে আল্ট্রা-ওয়াইড সেলফি।
স্টেইনলেস বডির হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে সিলিকনের মতো উপাদান, যার ফলে হাত থেকে পড়লেও কোনো ক্ষতি হবে না।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসরের হ্যান্ডসেটটি ৪ গিগাবাইটের। ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতা বাড়ানো সম্ভব ২০০ গিগাবাইট পর্যন্ত।
অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েডের ৫.১.১ ললিপপ ভার্সন ব্যবহার করা হলেও আপডেট করা যাবে পরবর্তী ভার্সন অ্যান্ড্রয়েড এম (মাশমেলো)।
স্পেস বস্ন্যাক, লুক্স হোয়াইট, মডার্ন বেগি, ওশান বস্নু এবং ওপাল বস্নু_ এ পাঁচ রঙে পাওয়া যাবে এলজি ভি১০।
চলতি মাসে দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া হবে হ্যান্ডসেটটি। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, চীনসহ এশিয়া, ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাওয়া যাবে।
তবে হ্যান্ডসেটটির মূল্য কত হবে সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২২ লাখ ১৯ হাজার, যার মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটিরও বেশি। আর মোবাইল গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজারে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সর্বশেষ আগস্টের মোবাইল ও ইন্টারনেট গ্রাহকসংখ্যার এ তথ্য প্রকাশ করেছে।
১ অক্টোবর প্রকাশিত বিটিআরসির হালনাগাদ তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার।
এই সময়ে বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ২৮ লাখ ৭৯ হাজার, রবির ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার, এয়ারটেলের ৯৩ লাখ ৯২ হাজার ও সিটিসেলের ১১ লাখ ৩৮ হাজার।
একমাত্র রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটকের গ্রাহকসংখ্যা হয়েছে ৪০ লাখ ৭৯ হাজার।
বিটিআরসির হিসাবে মোবাইলে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৫ কোটি ৭ লাখ ৪৩ হাজার, আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহক ১৩ লাখ ৮ হাজার। আর ওয়াইম্যাক্স ইন্টারনেটের গ্রাহক ১ লাখ ৬৮ হাজার।
বিটিআরসির তথ্যানুযায়ী, গত জুলাই শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ। আর ইন্টারনেট গ্রাহক ছিল ৫ কেটি ৭ লাখ ৭ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ৪ কোটি ৯২ লাখ ৪১ হাজার।
পান্ডা বিজনেস নাইটে দ্যুতি ছড়াবেন হালের আলোচিত মডেল নায়লা নাঈম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ মেগা ইভেন্ট।
মূলত, পান্ডার ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি পার্টনার জো ওয়াও সাম্পাইওর ঢাকা আগমন উপলক্ষে অনুষ্ঠিত হয় যাচ্ছে এ বিজনেস নাইট।
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগের নতুন প্লাটফরম ভাইবার পাবলিক চ্যাট। ফ্রি মেসেজিং ও এইচডি মানের কল সেবাদাতা শীর্ষস্থানীয় যোগাযোগ অ্যাপ ভাইবার এটি চালু করেছে। বিভিন্ন সেলিব্রেটি, প্রিয় ব্যক্তিত্ব ও ব্র্যান্ডের অনুসরণ করতে এ প্লাটফরমটি ব্যবহার করা হয়।
গত নভেম্বরে চালু হওয়া ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফরম ভাইবারের ফ্যামিলিয়ার ইন্টারফেস পাবলিক চ্যাটসের মাধ্যমে ব্যবহারকারীরা সংবাদ, খেলাধুলা, সঙ্গীত, ফ্যাশন, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটি, ব্যক্তিত্ব ও ব্র্যান্ডের সন্ধান পাওয়াসহ তাদের লাইভ ডিসকাশন অনুসরণ ও শেয়ার করতে পারবেন। ডেস্কটপ বা মোবাইল ডিভাইসের মাধ্যমে যত খুশি পাবলিক চ্যাট অনুসরণ করতে পারবেন ভাইবার অ্যাপ ব্যবহারকারীরা। পাবলিক চ্যাটগুলো মাল্টিমিডিয়া যার মধ্যে টেক্সট, ছবি, ভিডিও, স্টিকার ও ওয়েব লিঙ্কসহ অনেক কিছু রয়েছে।
ব্যবহারকারীরা তাদের ভাইবার বন্ধুদের বিশেষ কোনো পাবলিক চ্যাট অনুসরণের জন্য ইনভাইট করতে পারবেন। ভাইবারের পাবলিক চ্যাটস সেকশনের হোম স্ক্রিনে সবচেয়ে জনপ্রিয় চ্যাটগুলো প্রদর্শন করা হয়। ব্যবহারকারীরা খুব সহজেই চ্যাটকারীর সন্ধান পেতে পারেন এবং কাস্টমাইজড লিংকের মাধ্যমে যে কোনো চ্যাট অনুসরণ করতে পারেন।
কোনো সেলিব্রেটি বা ব্র্যান্ড নিজস্ব পাবলিক চ্যাট চালু করতে ৎরহশর@ারনবৎ.পড়স এ ঠিকানায় ইমেইল করতে পারেন।
ভাইবার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান অনুভব নায়ার বলেন, বাংলাদেশে নতুন নতুন অংশীদার ও সেলিব্রেটি প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রতিদিন আমাদের কাছে নতুন অনুরোধ আসছে যা এ প্লাটফরমের জনপ্রিয়তারই প্রমাণ। একটি প্লাটফরম হিসেবে পাবলিক চ্যাটস দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং ব্যবহারকারীদের কাছ থেকে আমরা বেশ সাড়া পাচ্ছি।
Source