-সুমাইয়া রহমান সীমা
বুধবার দেশে ফেসবুকসহ কয়েকটি যোগাযোগ অ্যাপস বন্ধ করে দেয়ার পর থেকেই ইন্টারনেটে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে দেশে প্রথমবারের মতো কোনো ঘোষণা ছাড়াই পুরো ইন্টারনেট সেবাও বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টার উপরে।
ইন্টারনেটে ধীরগতি হওয়ার কারণে দেশে ইন্টারনেটভিত্তিক সব ব্যবসায় প্রভাব পড়ছে। বিশেষত ই-কমার্স ব্যবসা, অনলাইন গেটওয়ে, অনলাইন ট্রানজেকশন, এটিএম বুথ, অনলাইন সংবাদমাধ্যমসহ নানা ক্ষেত্রে ভোগান্তি লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে ফেসবুকেও অনেকে স্ট্যাটাস দিয়েছেন। ধীরগতির ইন্টারনেটের প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও। অনেকেই শেয়ার বেচাকেনায় ভোগান্তির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। ইন্টারনেটে ধীরগতি কেন? জানতে বিটিআরসির সচিব মো. সারওয়ার আলমকে বারবার কল করলেও তিনি রিসিভ করেননি।
Source