খবরের শিরোনামঃ ফেসবুক বন্ধ থাকায় এবার নাশকতা হয়নি : তারানা

খবরের তারিখঃ ২০১৫-১১-২৪

-নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকসহ বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পর নাশকতা হয়নি দাবি করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, অন্যান্য রায়ের পর কমবেশি সহিংসতা হয়েছে। কিন্তু এবার ফেসবুক বন্ধ থাকায় তেমন কোনো নাশকতা হয়নি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে দেশের মানুষের জীবন সরকারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকলে কোনো সমস্যা নেই। কারণ একজন মানুষের জীবন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, তাই সামাজিক যোগাযোগমাধ্যম সাময়িক বন্ধ থাকলেও মানুষ বিরক্ত নয়। আর আইনানুযায়ী সরকার জননিরাপত্তার স্বার্থে এগুলো বন্ধ রাখার অধিকার রাখে। সরকারের নির্দেশনা এলে সামাজিক মাধ্যম খুলে দেয়া হবে জানিয়ে তারানা হালিম বলেন, যত দিন পর্যন্ত একজন মানুষও নিরাপদ না হয়েছেন তত দিন এটি বন্ধ থাকবে। আলজাজিরাসহ বিদেশী মিডিয়ার সমালোচনা সংসদ প্রতিবেদক জানান, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে ফোর নিয়ে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ফাঁসির বিষয়ে আলজাজিরাসহ সংবাদমাধ্যমের সমালোচনা করেন। ফাঁসি যাদের কার্যকর করা হয়েছে সংবাদমাধ্যমে তাদের বিরোধী দল বলারও সমালোচনা করেন তারানা হালিম। তিনি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মন্তব্য করার জন্য বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক সংস্থা এবং একটি দেশের দূতাবাসকে তলব করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

Source