খবরের শিরোনামঃ জেডটিইর নতুন তিন স্মার্টফোন উন্মোচন

খবরের তারিখঃ ২০১৫-১১-২৪

-বণিক বার্তা অনলাইন
গত সপ্তাহে শাংহাইয়ে ব্লেড এসসেভেস উন্মোচনের পর সম্প্রতি আরো তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এনেছে চীনা প্রতিষ্ঠান জেডটিই। ব্লেড এক্সথ্রি, ব্লেড এক্সফাইভ ও ব্লেড এক্সনাইন নামের স্মার্টফোন তিনটি অ্যান্ড্রয়েড ললিপপে চলবে। শিগগিরই ডিভাইসগুলো বাজারে ছাড়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়। খবর এনডিটিভি। এলটিই নেটওয়ার্ক সমর্থিত জেডটিই ব্লেড এক্সনাইনে দুটি সিম ব্যবহারের সুবিধা থাকছে। সাড়ে পাঁচ ইঞ্চি পর্দার ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর। ২ গিগাবাইট র‍্যামের ডিভাইসটিতে আরো রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১৬ গিগাবাইট আভ্যন্তরীন তথ্য ধারণ ক্ষমতা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যান্য বেসিক ফিচার সংবলিত ব্লেড এক্সনাইনে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারআউয়ারের ব্যাটারী। ৫ ইঞ্চি পর্দার ব্লেড এক্সফাইভে রয়েছে ২ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারআউয়ারের ব্যাটারী। ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসরের ডিভাইসটিতে রয়েছে ১ গিগাবাইটের র‍্যাম। ৮ গিগাবাইটের আভ্যন্তরীণ তথ্য ধারণ ক্ষমতা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এতে আরো রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। জেডটিইর উন্মোচন হওয়া নতুন তিনটি ডিভাইসই ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে। ব্লেড এক্সথ্রির ফিচার অনেকটা এক্সফাইভের মতোই। ১ গিগাহার্টজের এক্সথ্রিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারআউয়ারের ব্যাটারী সংবলিত ডিভাইসটির ওজন ১৬০ দশমিক ৯ গ্রাম। রাশিয়ার বাজারেই ডিভাইস তিনটি প্রথম আনা হচ্ছে। ব্লেড এক্সথ্রি, ব্লেড এক্সফাইভ ও ব্লেড এক্সনাইনের দাম পড়বে যথাক্রমে ৮ হাজার ৯৯০, ১০ হাজার ৯৯০ ও ১৭ হাজার ৯৯০ রাশিয়ান রুবল।

Source