খবরের শিরোনামঃ ১০ লাখ টাকার ভিওআইপি সরাঞ্জামসহ আটক ২

খবরের তারিখঃ ২০১৫-১১-২৪

-
রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) বিভিন্ন সরঞ্জামসহ ২ জনকে আটক করছে র‌্যাব ২। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পুরানা পল্টনের ৮৭ নং বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আব্দুল হান্নান (৩৫) ও রফিকুল ইসলাম (৩২)। এ ব্যাপারে র‌্যাব ২-এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরণের সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করা হয়েছে।

Source