খবরের শিরোনামঃ অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোন আনল স্যামসাং

খবরের তারিখঃ ২০১৫-১১-২৫

-বণিক বার্তা ডেস্ক
স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীনে নতুন ফ্লিপ ফোন উন্মোচন করেছে স্যামসাং। অ্যান্ড্রয়েডভিত্তিক ডব্লিউ২০১৬ মডেলের এ স্মার্টফোনে রয়েছে ডুয়াল টাচস্ক্রিন ডিসপ্লে। ডিভাইসটি এরই মধ্যে চীনের অফিশিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে স্যামসাং। যদিও দাম এবং কবে থেকে এটি পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি। ফ্লিপ ফোন বাজার হারিয়েছে বেশ আগেই। মূলত স্মার্টফোনের দৌরাত্ম্যে এক সময়ের জনপ্রিয় ফ্লিপ ফোন ডিভাইস এখন দেখাই যায় না। ফিচার ফোনের যুগে ফোল্ড করা যায়, এমন ফোনের বেশ বড় বাজার ছিল। নকিয়া, স্যামসাংসহ অন্য প্রায় সব ডিভাইস নির্মাতারই ফ্লিপ ফোন তৈরির প্রবণতা ছিল। কিন্তু স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির সঙ্গে কমতে শুরু করে ফ্লিপ ফোনের চাহিদা। বর্তমান মোবাইল ডিভাইস বাজারে ফ্লিপ ফোন অনেকটা দুর্লভ হয়ে পড়েছে। কিন্তু মজার বিষয় হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোন বাজারে ব্যবসা প্রসার ও আধিপত্য ধরে রাখতে ডিভাইস নির্মাতারা ফের ফ্লিপ ফোনের কথা নতুন করে ভাবতে শুরু করেছে। মূলত এ ধরনের লক্ষ্য থেকেই এবার জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক ফ্লিপ ফোন আনল দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। জানা গেছে, নতুন ফ্লিপ ফোনটিতে ৭৬৮–১২৮০ পিক্সেল রেজুলেশনের ৩ দশমিক ৯ ইঞ্চির দুটি সুপার অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এতে ডুয়াল টাচস্ক্রিনের পাশাপাশি ফিচার হিসেবে টিনাইন কিবোর্ড ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। স্যামসাং ডব্লিউ২০১৬ মডেলের ফ্লিপ ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের প্রসেসর। ৩ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা নেই। এছাড়া ডিভাইসটিতে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডুয়াল সিম সুবিধার এ ডিভাইস টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ও মাইক্রো-ইউএসবি সংযোগ সমর্থন করবে। ২০৪ গ্রাম ওজনের স্মার্টফোনটিতে ২০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। ডিভাইসটির ডাইমেনশন ১২০.৪–৬১–১৫.১ মিলিমিটার।

Source