খবরের শিরোনামঃ বিলপ্ত ছিটমহলে চালু হচ্ছে থ্রিজি

খবরের তারিখঃ ২০১৫-১১-২৫

-ইত্তেফাক রিপোর্ট
এতদিন যাদের কাছে মুক্ত জীবনই ছিল স্বপ্নের মতো। এখন সেই মানুষগুলো পাচ্ছেন বিদ্যুতের আলো। এমনকি আগামীকাল তারা ঢুকে যাচ্ছে থ্রিজি যুগে। ছিটমহল বিনিময়ের পর লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল দহগ্রাম-অঙ্গরপোতায় থ্রিজি সেবা পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দহগ্রামে কথা বলবেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে। আর এই উদ্বোধনের জন্য প্রতিমন্ত্রী মঙ্গলবারই চলে গেছেন সেখানে। বেলা ১২টায় গণভবন থেকে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই থ্রিজি সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর প্রতিমন্ত্রী সেখানে থাকবেন সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে। রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক প্রথম ওই এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণ করে। এরপর সবগুলো মোবাইল ফোন অপারেটর তাদের নেটওয়ার্ক সেখানে নিয়ে যায়। তবে গ্রামীণফোন সর্বপ্রথম সেখানে থ্রিজি সার্ভিস নিয়ে গেছে। ২০০৯ সালে রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। যদিও সেটি ছিল পরীক্ষামূলক। এরপর ২০১৩ সালে নিলামের মাধ্যমে সবগুলো বেসরকারী অপারেটর থ্রিজিতে চলে যায়। বর্তমানে দেশে ২ কোটি থ্রিজি গ্রাহক রয়েছে। লাইসেন্সের শর্ত অনুযায়ি বেসরকারী অপারেটরদের এখন উপজেলা পর্যায়ে থ্রিজি সেবা দেয়ার কথা। কিন্তু অধিকাংশ অপারেটরই এখনো সব উপজেলায় যেতে পারেনি।

Source