খবরের শিরোনামঃ রবি-এয়ারটেল একীভূত হওয়া সমীক্ষা চালাবে বিটিআরসি

খবরের তারিখঃ ২০১৫-১১-২৫

-নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম প্রধান দুটি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড একীভূত হওয়ার বিষয়ে একটি সমীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে ইতোমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে একই কাজে নিয়োজিত করা হবে। তারা দুটি কোম্পানির কারিগরি ও আর্থিক দিকগুলো পর্যালোচনা করে আগামী আট সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। বিটিআরসির চেয়ারম্যানের কাছে ওই প্রতিবেদন দাখিল করতে হবে। এর ভিত্তিতে বিটিআরসি আলোচ্য দুই কোম্পানির একীভূত হওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। উল্লেখ্য, বর্তমানে বিটিআরসিতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ একীভূত হওয়ার বিষয়ে একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। বিটিআরসি ওই প্রস্তাব অনুমোদন করলে তা কার্যকরের উদ্যোগ নেবে প্রতিষ্ঠান দুটি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে এ ধরনের বড় দুটি কোম্পানির একীভূত হওয়ার ঘটনা বিরল এবং টেলিযোগাযোগ খাতে এটি প্রথম। এর ফলে বড় অপারেটর দুটির একীভূত হওয়ার ফল কী হতে পারে তা জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (এআইইউবি) একটি সমীক্ষা চালানোর প্রস্তাব দিয়েছে বিটিআরসি। এতে একীভূত করার ক্ষেত্রে ৮টি বিষয়ে সুস্পষ্টভাবে তাদের জানাতে বলেছে। এগুলো হচ্ছেÑ একীভূত হওয়ার আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ। কোনো প্রকার বিরূপ প্রভাব থাকলে তা থেকে উত্তরণের পদ্ধতি ও কৌশল; কমিশনের তরঙ্গ নিলাম (স্পেকট্রাম অকশন) রোডম্যাপের ওপর একীভূতকরণের প্রভাব বিশেষ করে এর ফলে সরকারের রাজস্ব আহরণের ওপর প্রভাব; বিদ্যমান বিভিন্ন লাইসেন্স, নেটওয়ার্ক, নাম্বারিং, সেবা ইত্যাদি ক্ষেত্রে প্রভাব; একীভূত হওয়ার কারণে কর্মসংস্থানের ওপর প্রভাব, বিশেষ করে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সংকোচন বা সম্প্রসারণের সম্ভাবনা এবং একীভূত কোম্পানিতে যোগদানে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বেচ্ছাঅবসর স্কিম (ভিআরএস); মোবাইল ফোনবাজারে প্রভাব, বিশেষ করে বাজারে প্রতিযোগিতার ওপর প্রভাব ও প্রতিক্রিয়া। কোনো প্রকার বিরূপ প্রভাব পড়লে তা থেকে উত্তরণের পদ্ধতি ও কৌশল; গ্রাহকসেবার ওপর প্রভাব ও ভোক্তার অধিকার সুরক্ষা বিশ্লেষণ; একীভূত পূর্ববর্তী ও পরবর্তী শেয়ার ও শেয়ার মূলধন বিশ্লেষণ এবং একীভূত হওয়ার ব্যাপারে অন্যান্য সংশ্লিষ্ট ইস্যু ও বিষয়াদি। এ বিষয়ে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম আমাদের সময়কে বলেন, রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার প্রস্তাব টেলিযোগাযোগ খাতে এই-ই প্রথম। বিষয়টি বিবেচনা করে গ্রাহক, চাকরিজীবী এবং এ খাতের সংশ্লিষ্টদের কথা বিবেচনা করে বিটিআরসি সমীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে কারিগরি এবং ব্যবসায়িক বিষয়ে একটি করে দুটি ভিন্ন প্রতিষ্ঠানের কাছে একীভূতকরণের বিষয়ে সমীক্ষা করার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবেদন প্রণয়ন কাজের শর্তাবলি (টিওআর) অনুযায়ী বিশেযজ্ঞ দল একীভূত হওয়ার ব্যাপারে সুপারিশসহ একটি প্রতিবেদন প্রণয়ন করবে এবং ৮ সপ্তাহের মধ্যে চেয়ারম্যান বিটিআরসি বরাবর জমা প্রদান করবে। এছাড়া এই সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন কাজের প্রাক্কলিত খরচসহ শর্তাবলি সমীক্ষা প্রতিবেদন প্রণয়নকারী কর্তৃপক্ষ কমিশনের চেয়ারম্যানের কাছে পেশ করবে।

Source