খবরের শিরোনামঃ ফেসবুক বন্ধ, লসে অনলাইন ব্যবসায়ীরা

খবরের তারিখঃ ২০১৫-১১-২৫

-
বাংলাদেশে নিরাপত্তা বিষয়ক কারণ দেখিয়ে ফেসবুক বন্ধ করে দেওয়ায় অনেক অনলাইন ব্যবসায়ী বিপদে পড়েছেন। ফেসবুকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই মাধ্যমটি দিয়ে এখন উলে­খযোগ্য সংখ্যক মানুষ ব্যবসা করছেন। বাংলাদেশে কি পরিমাণ লোক ফেসবুকে ব্যবসা করছেন এ প্রসঙ্গে সঠিক তথ্য এখনো জানা যায়নি। তবে এ সংখ্যা কয়েকশ হতে পারে। প্রতিষ্ঠিত একটি ব্যবসায়িক পেইজে সাধারণত প্রতিদিন হাজারের বেশি ফেসবুক ভিজিটর থাকে। কোনো কোনো পেজে ৮ হাজার, ৯ হাজার ভিজিটর পাওয়া যায়।

Source