খবরের শিরোনামঃ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালু

খবরের তারিখঃ ২০১৫-১০-০১

-
বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে মোবাইল সিম নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার সচিবালয়ে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু হলো। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবেন। আর ১৬ ডিসেম্বর থেকে এ পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে অপারেটররা। উদ্বোধন অনুষ্ঠানে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

Source