খবরের শিরোনামঃ হোয়াটসঅ্যাপ এখন বাংলায়

খবরের তারিখঃ ২০১৫-১১-২৬

-বণিক বার্তা অনলাইন
জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে বাংলা সমর্থন সুবিধা চালু করা হয়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ২.১২.৩৬৭ চালু করা হয়। এতে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ও উর্দু সমর্থন সুবিধা চালু করা হয়। যা এরই মধ্যে ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি। ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপের হালনাগাদকৃত অ্যান্ড্রয়েড সংস্করণে বাংলার পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। কাস্টম চ্যাটিংয়ের জন্য পৃথক নোটিফিকেশন সেটিংস এবং মিউট ফিচার চালু করা হয়েছে। এছাড়া বেশ কিছু নতুন ইমোজি যুক্ত করা হয়েছে। প্রতিটি ইমোজির ওপর চাপ দিয়ে ধরে রং পরিবর্তন করে সেন্ড করতে পারবেন ব্যবহারকারী। বলা হচ্ছে, হালনাগাদ অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে ডাটা খরচ কমবে উল্লেখযোগ্য হারে। এছাড়া অ্যাপটির প্রিভিউ ফিচার আরো উন্নত করা হয়েছে। গত অক্টোবরে হোয়াটসঅ্যাপের জন্য প্রথম প্রিভিউ ফিচার চালু করা হয়। ইন্টারনেট প্রসারের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন মেসেজিং সেবাগুলোর ব্যবহারকারী বাড়ছে। সংশ্লিষ্ট খাতে প্রভাব বিস্তারে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এক হাজার ৬০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। চলতি বছর সেপ্টেম্বর শেষে সেবাটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটির মাইলফলক অতিক্রম করে।

Source