খবরের শিরোনামঃ ভারতের সঙ্গে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন

খবরের তারিখঃ ২০১৫-১১-২৬

-দ্য রিপোর্ট প্রতিবেদক :
বাংলাদেশের আখাউড়া ও ভারতের আগরতলা সীমান্তের জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করা হয়েছে। ১৬ নভেম্বর এই সংযোগ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ১০ গিগাবাইট পরিমাণ ব্যান্ডউইথ রফতানির কথা থাকলেও পরবর্তী সময়ে চল্লিশ গিগাবাইট পরিমাণ ব্যান্ডউইথ রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহের পর উদ্বৃত্ত ব্যান্ডউইথ ভারতে রফতানি করার সিদ্ধান্ত নেয় সরকার। ব্যান্ডউইথ রফতানির এই প্রক্রিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) দেশের অভ্যন্তরে ফাইবার অপটিক লিংক প্রদান করেছে। আখাউড়া স্থলবন্দরের জিরো পয়েন্টের কাছে বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) স্থাপিত অপটিক্যাল ফাইবারের সঙ্গে বিটিসিএলের রিডান্ডেন্সিসহ স্থাপিত ফাইবার সংযোগ দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়।

Source