খবরের শিরোনামঃ ফেসবুকসহ সামাজিক মাধ্যম খুলে দিতে উকিল নোটিশ

খবরের তারিখঃ ২০১৫-১১-২৬

-নিজস্ব প্রতিবেদক:
বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ও ভাইবার আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে সরকারকে উকিল নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠান। দেবুল দে জানান, বিকেল ৪টার দিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ফ্যাক্সযোগে নোটিশটি পাঠানো হয়। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের এ মাধ্যমগুলো খুলে দিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, খুলে দেওয়া না হলে রিট আবেদন করা হবে। নোটিশে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর প্রশাসনিক আদেশ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। কিন্তু সিদ্ধান্তটি তথ্য অধিকার আইন ও সংবিধানের ৩৯ ধারার পরিপন্থী। সালাহউদ্দিন (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কায় গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার।

Source